আম বাগান দেখে রাষ্ট্রদূতেরা মুগ্ধ হয়েছেন বলে জানান মন্ত্রী।
Published : 27 Jun 2024, 11:46 PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষিমন্ত্রীর নেতৃত্বে আমের বাগান পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
আমের রপ্তানি বাড়িয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রাষ্ট্রদূতদের বাগান পরিদর্শনের এ আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দুপুরে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নেতৃত্বে জেলার নাচোল উপজেলার কান্দবোনা গ্রামের একটি আম বাগান পরিদর্শন করেন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত।
এ সময় আরও ছিলেন- বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ারসহ কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কৃষিমন্ত্রী বলেন, “আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে। আমের ব্র্যান্ডিং প্রয়োজন; সেই লক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।”
তিনি আরো বলেন, “আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে, বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য।”
এখানকার আম বাগান দেখে রাষ্ট্রদূতেরা মুগ্ধ হয়েছেন বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “এ আমের জন্য বিদেশে প্রচার-প্রচারণা প্রয়োজন; প্রচার বাড়লে আমের প্রসার বাড়বে।এ জন্যই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আমরা ‘উত্তম কৃষি চর্চা’ (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে বাগান পরিদর্শনের আয়োজন করেছি।”
“উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের বিষয়টি তারা প্রত্যক্ষ করে নিজ নিজ দেশে সুপারিশ করবে। এতে আম রপ্তানি বাড়বে; চাঙ্গা হবে আমাদের অর্থনীতি,” বলেন কৃষিমন্ত্রী।
রাষ্ট্রদূতদের চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শনে এ দেশের আম ও আম সংস্কৃতি সম্পর্কে ধারণার ফলে ফলটি রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।