ফকিরহাটের কাছে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি সড়কের উপরই উল্টে যায়।
Published : 29 Jun 2024, 11:28 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে একজন মারা গেছেন; আহত হয়েছেন ৯ জন।
বারো আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ বলেছেন, শনিবার সকাল নয়টার দিকে ফকিরহাটের কাছে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি সড়কের উপরই উল্টে যায়।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৬৫); তার বাসা চট্টগ্রামের বড়পুল এলাকায়।
ওসি চন্দ্র ঘোষ বলেন, “ওই বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্বজনেরা আবুল কাশেমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ নিয়ে যান তার স্বজনরাই।
আহতদের নয় জনের মধ্যে তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওই ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
এই দুর্ঘটনার কারণে ব্যস্ত এ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানান।