প্রায় এক ঘণ্টা ধরে ঘরের ওয়ারড্রপ, আলমারিসহ বিভিন্ন মালামাল ও কাপড় তছনছ করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।
Published : 28 Jan 2024, 06:13 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে বলে গৃহকর্তা অভিযোগ করেছেন।
উপজেলার আড়পাড়া গ্রামের লুলু সিকদারের বাড়িতে শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান।
লুলু জানান, ডাকাত দলের ৮/১০ সদস্য প্রথমে বাড়ির সিসি ক্যামেরা তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে দুইতলা ভবনের নিচতলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনিসহ পরিবারের চার সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে নগদ সাড়ে ১১ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।
এরপর প্রায় এক ঘণ্টা থেকে ঘরের ওয়ারড্রপ, আলমারি, শোকেসের বিভিন্ন মালামাল ও কাপড় তছনছ করে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে জানিয়ে ওসি জিল্লুর বলেন, এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।