“এক পর্যায়ে নজরুল তার হাতে থাকা দা দিয়ে মহিনের মাথা ও ঘাড়ে আঘাত করে। ”
Published : 10 Apr 2024, 02:39 PM
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা বলে অভিযোগ উঠেছে তার চাচাত ভাইয়ের বিরুদ্ধে।
উপজেলার বড়ফা গ্রামে বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান।
নিহত মহিন মীনা (৪০) ওই গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী মুক্তা বেগম বলেন, তার স্বামী ঢাকা থাকতেন। ঈদ করার জন্য তিনি মঙ্গলবার বাড়িতে আসেন। কিন্তু বুধবার সকালেই তার চাচাত ভাই নজরুল মীনার হাতে খুন হতে হল তাকে।
মুক্তার অভিযোগ, “পৈতৃক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আমার স্বামীকে তার চাচাত ভাইরা নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।”
ঘটনার বর্ণনায় ওসি আনিচুর বলেন, “সকাল সোয়া ৯টার দিকে পৈতৃক পুকুরে মাছ ধরতে যান মহিন মীনা। এ সময় তার চাচাত ভাই নজরুল মীনা বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে নজরুল তার হাতে থাকা দা দিয়ে মহিনের মাথা ও ঘাড়ে আঘাত করে। আর অন্য ভাইরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরে মহিনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে জানিয়ে
এ পুলিশ কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।