মানিকগঞ্জের সিংগাইরে গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হয়েছে।
Published : 01 Nov 2024, 09:19 PM
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খানকে মানিকগঞ্জের সিংগাইরে গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে খান বানিয়ারা গ্রামে তাকে সমাহিত করা হয়েছে বলে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হোসেন জানান।
পরিবারের বরাতে আবুল হোসেন বলেন, গ্রামে জানাজা শেষে মাসুদ আলী খানকে বাড়িতেই সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর গ্রিন রোডের বাসায় জীবনাবসান হয় এই খ্যাতিমান অভিনেতার। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
অভিনেতা মাসুদ আলী খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল তার।
১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। মায়ের নাম সিতারা খাতুন। ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন মাসুদ আলী খান। দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন।
১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পর নূরুল মোমেনের ‘ভাই ভাই সবাই’ নাটকের মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক হয়। সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এই শিল্পী।
পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে প্রায় ৫০০ নাটকে অভিনয় করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন।
আরও পড়ুন:
মাসুদ আলী খানের চলে যাওয়া 'ইতিহাসের মৃত্যু
চলে গেলেন বর্ষিয়ান অভিনয়শিল্পী মাসুদ আলী খান
মাসুদ ভাইকে আগের মত হাঁটতে-চলতে দেখতে চাই: শিল্পকলার মহাপরিচালক