ড্রামা সার্কেলই বাংলাদেশে আধুনিক নাট্যচর্চার বীজ বুনে দিয়েছিল, মাসুদ ভাই সেই ড্রামা সার্কেলের একজন অভিনেতা ছিলেন।
Published : 16 Sep 2024, 03:18 PM
বয়সের ভারে নুয়ে পড়া দেশের বর্ষীয়ান অভিনয়শিল্পী মাসুদ আলী খানকে দেখতে তার বাসায় গিয়েছিলেন শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
ঢাকায় মাসুদ আলী খানের গ্রিনরোডের বাসায় অধ্যাপক জামিল আহমেদ গিয়েছিলেন রোববার। সে সময় তিনি অভিনেতার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জামিল আহমেদ বলেন, "মাসুদ আলী খান বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা। উনার সঙ্গে আমার সরাসরি কাজ করার সুযোগ হয়নি। কিন্তু আমি উনাকে চিনি একজন বলিষ্ঠ, অসাধারণ অভিনেতা হিসেবে।"
মাসুদ আলী খানের জন্য শুভকামনা জানিয়ে জামিল আহমেদ বলেন, "মাসুদ ভাই অসুস্থ। আমি তাকে দেখে এসেছি। আমি তাকে আগের মতই হাসতে, চলতে দেখতে চাই, এটাই তাকে বলে এসেছি। আমরা পাশে আছি।“
শারীরিকভাবে অশক্ত মাসুদ আলী খান যেন সুস্থ থাকেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন শিল্পকলার মহাপরিচালক।
পঞ্চাশের দশকে ড্রামা সার্কেলের হয়ে মঞ্চে অভিনয় শুরু মাসুদ আলী খানের। নাটকে তার অভিষেক ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালুর পর। দীর্ঘ অভিনয় জীবনে বহু নাটক-সিনেমা করে নন্দিত হয়েছেন সরকারি চাকরি করা এই অভিনেতা। অভিনয়শিল্পী হিসেবে পেয়েছেন একুশে পদক।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ৯৩ বছর বয়সী এই অভিনেতা এখন বাসাতেই থাকেন। তবে আর আগের মত হাঁটাচলা করতে পারেন না।
সৈয়দ জামিল আহমেদ বলেন, "পঞ্চাশের দশকে আধুনিক দৃষ্টিভঙ্গির নতুন ধারার যে নাট্যচর্চা, তা কিন্তু আমাদের এখানে ড্রামা সার্কেলই শুরু করে। মাসুদ আলী খান সেই ড্রামা সার্কেলের একজন অভিনেতা ছিলেন। ড্রামা সার্কেলই বাংলাদেশে আধুনিক নাট্যচর্চার বীজ বুনে দিয়েছিল।"
ক্ষমতার পালাবদলে লিয়াকত আলী লাকীর বিদায়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এই শিক্ষককে আগামী দুই বছরের জন্য শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।