দীর্ঘ অভিনয় জীবনে নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন মাসুদ আলী খান। ২০২৩ সালে পেয়েছেন একুশে পদক।
Published : 31 Oct 2024, 07:17 PM
পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় পাঁচশ নাটকে অভিনয় করে চিরবিদায় নিলেন বর্ষিয়ান অভিনয়শিল্পী মাসুদ আলী খান।
বৃহস্পতিবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার গ্রিনরোডের বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তার ভাগ্নের স্ত্রী শারমিনা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মাসুদ আলী খান। বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জে জন্ম নেওয়া মাসুদ আলী খান পঞ্চাশের দশকে ড্রামা সার্কেলের হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালুর পর ‘ভাই ভাই সবাই’ দিয়ে তার ছোট পর্দায় অভিনয় শুরু।
টিভি নাটকের এই পরিচিত মুখ পেশাজীবনে ছিলেন সরকারি চাকুরে। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে তিনি অবসর নেন।
দীর্ঘ অভিনয় জীবনে নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন মাসুদ আলী খান। ২০২৩ সালে পেয়েছেন একুশে পদক।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত এই শিল্পী বেশ কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বাদ জোহর মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে মাসুদ আলী খানের দাফন হবে। এর আগে গ্রামের বাড়িতেই তার জানাজা হবে।
পুরনো খবর
মাসুদ ভাইকে আগের মত হাঁটতে-চলতে দেখতে চাই: শিল্পকলার মহাপরিচালক