পুলিশ জানায়, বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল খায়ের ও জাকারিয়া।
Published : 16 Apr 2025, 05:05 PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে বলে কসবা থানা এসআই কামাল হোসেন জানান।
নিহতরা হলেন- ওই এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৪৫) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে জাকারিয়া মোল্লা (২০)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
এসআই কামাল বলেন, “মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তোলা হচ্ছিল। দুপুরে ওই মোটরে কাজ করার সময় আবুল খায়ের ও জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।”
তাদের অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।