Published : 28 Apr 2025, 02:01 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন মঞ্জুর বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক।
পিপি আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পরে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলী কারাগারে
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত ঢাকায় গ্রেপ্তার
আব্দুর রাজ্জাক বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩০ অগাস্ট রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।
এ মামলায় ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে রাজবাড়ীর আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।