Published : 28 Apr 2025, 05:20 PM
মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলা দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালেককান্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান।
নিহত শারমিন আক্তার (২২) ওই গ্রামের খলিল মোল্লার স্ত্রী।
স্বজনরা জানান, রোববার রাত ৯টার দিকে শারমিনকে বসতঘরে লুকিয়ে থাকা সাপে কামড় দেয়। তখন শারমিনের চিৎকারে পরিবারের লোকজন গিয়ে সাপটিকে পালিয়ে যেতে দেখেন।
পরিবারের লোকজন রোগীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে শারমিনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগম তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শিল্পী বেগম বলেন, “ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার পায়ে দাগ ছিল। তবে সেটা সাপের কামড়ের দাগ কী না তা পরীক্ষা করলে বোঝা যাবে।”
ওসি রতন শেখ বলেন, “সোমবার দুপুরে স্বজনরা ওই গৃহবধূর লাশ দাফন করেন।”