Published : 28 Apr 2025, 05:18 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তারানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা জানান।
নিহত ফজলুলুল হক (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি দরগাহপুর এন ডি এস ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক।
পারিবারিক সূত্র মতে, সকালে নিজ বাড়ির প্রাচীরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।