Published : 07 Apr 2025, 12:06 AM
ঢাকার মহাখালী এলাকা থেকে ছয়বারের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি তাকে গ্রেপ্তার করেছে বলে তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তবে সুনির্দিষ্ট কোন মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সরকার পতনের প্রায় আট মাসের মাথায় রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামতকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
কাজী কেরামত ১৯৯২ সালে পঞ্চম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে উপ-নির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর থেকে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে পঞ্চমবারের মত সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে সরকার পতনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।