চ্যাম্পিয়ন্স লিগ
Published : 28 Apr 2025, 09:47 PM
স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স লিগেও। বার্সেলোনা ও ইন্টার মিলানের সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
বার্সেলোনার মাঠে আগামী বুধবার হবে ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
স্পেন ও পর্তুগালে সোমবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অচল হয়েছে গণপরিবহন, সৃষ্টি হয়েছে বিশাল যানজট, বিলম্বিত হয়েছে ফ্লাইটও।
হাসপাতাল, ট্রেন ও অন্যান্য পরিষেবাও বাধাগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিমান যাত্রাও প্রভাবিত হওয়ায় বার্সেলোনা ও ইন্টারের ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বিকেলে ইন্টারের স্পেনে যাওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে ইতালিয়ান দলটির ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সোমবার সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা ছিল বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার। কিন্তু বিমান চলাচল ব্যাহত হওয়ায় দুপুরের আগে কোনো ফ্লাইট ধরতে পারেননি তিনি।
বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে টেনিসেও। সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ স্থগিত হয়ে গেছে দ্বিতীয় সেটের সময়। তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন দিমিত্রভ।
পরে বাধ্য হয়ে দিনের অন্য ম্যাচগুলোও স্থগিত করার ঘোষণা দিয়েছে আয়োজকরা।