ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।
Published : 13 Apr 2025, 08:07 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক হামলার প্রতিবাদে ইতালিতে মানববন্ধন করেছে অভিবাসীরা।
স্থানীয় সময় শনিবার বিকেলে মিলান সেন্ট্রাল রেলস্টেশনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েক হাজার মুসলিম অভিবাসী ও ইতালিয়ান নাগরিক।
যুদ্ধবিরতি ও গাজাবাসীদের অধিকার নিশ্চিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।
‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি আবু রাশেদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি, ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতি হোক এবং সেখানকার মানুষের অধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন কার্যকর পদক্ষেপ নিক।”
ইতালিতে বেড়ে ওঠা এক মরোক্কীয় মুসলিম তরুণী বলেন, “অবৈধভাবে দখলকৃত গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা চালাচ্ছে। নারী, পুরুষ, এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না। আমরা চাই ইউরোপীয় ইউনিয়ন এসব বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিক এবং সাধারণ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াক।”
মানববন্ধনে অনেক ইতালিয়ান নাগরিকও অংশ নেন। হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড, যেগুলোর অনেকগুলোতেই লেখা ছিল শান্তি ও মানবতার পক্ষে বার্তা।
আয়োজকরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো গাজায় চলমান সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ এবং বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করা।