জাহাজটি আগামী মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা।
Published : 14 Apr 2025, 01:39 AM
অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ২০ বাংলাদেশি কিশোরকে নিয়ে দেশের পথে রওনা হয়েছে নৌ বাহিনীর জাহাজ ‘বিএনএস সমুদ্র অভিযান’।
রোববার মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে। জাহাজে তাদের সঙ্গে বাংলাদেশের অর্ধশতাধিক উদ্ধারকর্মীও রয়েছেন, যারা মিয়ানমারের ভূমিকম্পে সহায়তার উদ্দেশ্যে গিয়েছিলেন।
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস জানায়, এসব বাংলাদেশি কিশোরকে দালালরা মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিলেন। মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে।
মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ততের সহায়তায় বিএনএস সমুদ্র অভিযান ১২০ টন ত্রাণ নিয়ে গত ১১ এপ্রিল ইয়াংগুন পৌঁছায়। জাহাজটি আগামী মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, “যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের যাচাই-বাছাই করে দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে।”
গত দুই বছরে ইয়াঙ্গুন থেকে ৩৫২ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনতে পেরেছে বাংলাদেশ দূতাবাস।
সর্বশেষ প্রত্যাবাসন হয় গত বছরের ২৮ সেপ্টেম্বর। সেদিন দেশে ফেরেন ৮৫ জন।