কালাতের পুলিশ সদস্যদের বহন করা গাড়িটিতে হামলায় একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে, জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ।
Published : 15 Apr 2025, 01:38 PM
বেলুচিস্তানের মাসতুং জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো এক হামলায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে বেলুচিস্তান কনস্টাবুলারির সদস্যদের বহনকারী ওই গাড়িতে হামলা হয় বলে ডন ও জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
বেলুচিস্তান কনস্টাবুলারি প্রাদেশিক পুলিশের অংশ।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, কালাতের পুলিশ সদস্যদের বহন করা গাড়িটিতে হামলায় একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।
“বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টাবুলারির তিন জওয়ান শহীদ হয়েছে,” বলেছেন তিনি।
এ মুখপাত্র জানান, আহত ১৬ জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
মুসতাং পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ইউনুস মাগসি আহতের সংখ্যা ১৮ বলেছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মুসতাং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে, বলেছেন রিন্দ।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বেলুচিস্তান কনস্টাবুলারির যে সদস্যরা হামলার শিকার হয়েছেন, তাদের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গলের (বিএনপি-এম) একটি অবস্থান ধর্মঘটে মোতায়েন করা হয়েছিল, বলেছেন বেলুচিস্তান সরকারের এ মুখপাত্র।
গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মাসতুংয়ে ১৯ দিন ধরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে বিএনপি-এম। তাদের এ কর্মসূচির দ্বিতীয় দিনে সমাবেশস্থলের কাছে একটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিএনপি-এমের প্রধান সরদার আখতার মেঙ্গল ও অন্যরা প্রাণে বেঁচে যান।