হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির গায়ে ‘চীনের তৈরি’ জামা- ইন্দোনেশিয়ার চীনা রাষ্ট্রদূতের এমন দাবি নিয়ে স্যেশাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।
Published : 15 Apr 2025, 09:22 PM
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়িয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের পরা একটি পোশাক নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ইন্দোনেশিয়ার চীনা রাষ্টদূত ঝাং ঝিশেং স্যোশাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করেন, লেভিটের পরণে থাকা পোশাক চীনের তৈরি—আর এতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। বিতর্কে ধাক্কা খেয়েছেন ক্যারোলিন লেভিট। তার বিরুদ্ধে উঠছে অভিযোগের ঝড়। আবার তার পক্ষ সমর্থন করেও কথা বলছেন কেউ কেউ।
ভারতীয় পত্রিকা এনডটিভি জানায়, ইন্দোনেশিয়ার চীনা রাষ্ট্রদূত ঝাং ঝিশেং লেভিট একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে হোয়াইট হাউজের প্রেস সচিবের পরনে একটি লাল পোশাক দেখা গেছে। সেই পোশাকের গলা এবং দুই বুক পকেটের কাছে রয়েছে কালো রঙের লেইস। বিতর্কের সূত্রপাত ওই লেইস নিয়ে। দাবি করা হচ্ছে, পোশাকের ওই লেইসটি চীনের একটি কারখানায় তৈরি।
ঝিশেং এর কথায়, ট্রাম্প প্রশাসন চীন সম্পর্কে কঠোর কথা বললেও, তার প্রধান সহকারীদেরই একজন আবার চীনা লেইসের তৈরি পোশাকই পরছেন। যুক্তরাষ্ট্রের কথা ও কাজে যে মিল নেই তা লেভিটের পোশাকই প্রমাণ দেয় বলে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি তার।
চীনের স্যোশাল মিডিয়া ব্যবহারকারী এবং কূটনীতিকরাও অভিযোগের তীর ছুড়ছেন ক্যারোলিন লেভিটের দিকে। চীনের তৈরি পোশাক পরে প্রকাশ্যে চীনেরই নিন্দা করার জন্য লেভিটের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করছেন তারা।
একজন লেখেন, “চীনের পণ্য নিয়ে কঠোর অবস্থান, অথচ নিজে ‘মেইড ইন চায়না’ পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন—এটি দ্বিচারিতা নয় তো? চীনা পণ্যের ওপর শুল্ক চাপালেও নিজের পোশাকে ঠিকই চীনের ছাপ।”
আরেকজনের কটাক্ষ করে লিখেছেন, “চীনা পণ্যের সমালোচনা করতে করতে হোয়াইট হাউজের পোডিয়ামে গিয়ে চীনের তৈরি লেস পরা পোশাকে ছবি তুলছেন! এই সাংঘাতিক ‘আয়রনি’ কীভাবে ম্যানেজ করেন ক্যারোলিন লেভিট?”
চীনা দূত ঝাং ঝিশেং ইন্দোনেশিয়ার ডেনপাসারে চীনের কনসাল জেনারেল হিসাবে কাজ করেন। এক্স প্ল্যাটফর্মে তার পোস্টে ক্যারোলিন লেভিটের জামা যে চীনে তৈরি তার প্রমাণস্বরূপ তিনি চীনা সোশ্যাল মিডিয়া সাইট উইবো থেকে একটি স্ক্রিনশটও দেন। ক্যাপশনে লেখেন, “চীনকে দোষারোপ করা ব্যবসা। আর চীনে কেনাকাটা করাটাই জীবন।”
ঝিশেংয়ের এর পোস্ট দেখে স্যোশাল মিডিয়ার এক ব্যবহারকারী ক্যারোলিন লেভিটের পোশাকের ওপরে বসানো সুন্দর লেসটি মাবু নামের একটি চীনা কোম্পানির তৈরি বলে দাবি করেছেন এবং সেই কোম্পানিতে নিজেও কাজ করেন বলে জানিয়েছেন।
তবে সবাই যে লেভিটের বিপক্ষে গেছেন তা নয়, অনেকেই তার পক্ষ নিয়েছেন। কেউ কেউ দাবি করছেন, চীনা ওয়েবসাইটে দেখা যাওয়া পোশাকটি আদতে একটি নকল পণ্য, আসলটি ফরাসি ডিজাইনারের। একজন ব্যবহারকারী লেখেন, “চীন থেকে নকল পোশাক তৈরি হওয়া নতুন কিছু না। সম্ভবত তারা কোনও বিলাসবহুল ব্র্যান্ডের ডিজাইন অনুকরণ করেছে।”
আরেকজন লেখেন, “ভুয়া খবর। ক্যারোলিন লেভিট আসলে ফরাসি ব্র্যান্ডের পোশাক পরেছেন, আর অনলাইনে দেখা গেছে সেটির চীনা কপি। মজার হলেও চীনা কূটনীতিকের টুইটটি বিভ্রান্তিকর।”
এরই মধ্যে কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ পণ্যের একটি বড় অংশই ২০১৬ সাল থেকে চীনে তৈরি হয়ে আসছে।