আইপিএল
আসরের প্রথম সুপার ওভারের লড়াইয়ে জিতল দিল্লি ক্যাপিটালস।
Published : 17 Apr 2025, 12:42 AM
হাতে ৭ উইকেট, ক্রিজে দুই বিস্ফোরক ব্যাটসম্যান, এরপরও শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারল না রাজস্থান রয়্যালস। বলা ভালো মেলাতে দিলেন না মিচেল স্টার্ক। অভিজ্ঞ এই পেসারের একের পর এক ইয়র্কারে 'টাই' করল দিল্লি ক্যাপিটালস। পরে সুপার ওভারের লড়াইয়ে জিতে গেল তারাই।
দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে মূল ম্যাচে ৫ উইকেটে ১৮৮ রান করে দিল্লি। জবাবে ৪ উইকেটে ১৮৮ রানেই থামে রাজস্থান।
আইপিএলে এটি পঞ্চদশ ‘টাই।’ ২০২১ সালের পর প্রথম। দিল্লি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম টাই, রাজস্থানের চতুর্থ।
শেষ ওভারে শিমরন হেটমায়ার ও ধ্রুভ জুরেলের বিপক্ষে কেবল ৯ রানের পুঁজি পেয়েছিলেন স্টার্ক। নিখুঁত সব ইয়র্কারে সেটাই যথেষ্ট হয় অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারের জন্য।
প্রথম দুই বলে আসে এক রান করে। পরের দুই বলে দুই রান করে নেন হেটমায়ার। পঞ্চম বলে তিনি সিঙ্গেল নিলে স্ট্রাইক পান জুরেল।
শেষ বলে ২ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। দুই রানের চেষ্টায় ফেরেন রান আউট হয়ে।
সুপার ওভারে প্রথম তিন বলে পাঁচ রান দেন স্টার্ক। পরের বল করে বসেন ‘নো’, হজম করেন চার।
এরপর আবার দারুণভাবে ঘুরে দাঁড়ান স্টার্ক। টানা দুই রান আউটে পাঁচ বলেই শেষ হয় রাজস্থানের ইনিংস।
দিল্লি পায় ১২ রানের লক্ষ্য। সান্দিপ শার্মার চার বলে যা ছুঁয়ে ফেলে দলটি।
প্রথম তিন বলে ৭ রান নেন লোকেশ রাহুল। স্ট্রাইক পেয়ে বিশাল ছক্কায় ম্যাচের ইতি টানেন ট্রিস্টান স্টাবস।
মূল ম্যাচে দিল্লির কোনো ব্যাটসম্যান ছুঁতে পারেননি পঞ্চাশ। সর্বোচ্চ ৪৯ রান করেন আভিশেক পোরেল। আকসার প্যাটেল ও স্টাবস খেলেন ৩৪ রানের ঝড়ো দুটি ইনিংস।
রান তাড়ায় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন ইয়াশাসভি জয়সাওয়াল ও নিতিশ রানা। দুই জনেই করেন ৫১ করে।
চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ঝড় তোলেন সাঞ্জু স্যামসন (১৯ বলে ৩১)। শেষ দিকে দ্রুত রানই তোলেন জুরেল ও হেটমায়ার। কিন্তু আপাত সহজ সমীকরণ মেলাতে পারেননি তারা।
অষ্টাদশ ওভারে কেবল ৮ রান দিয়ে একটি উইকেট নেওয়ার পর শেষ ওভার ও সুপার ওভারেও চমৎকার বোলিংয়ে দিল্লির নায়ক স্টার্ক। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতেই। গত আসরের ফাইনালের পর টুর্নামেন্টটিতে প্রথমবার এই স্বীকৃতি পেলেন ৩৫ বছর বয়সী পেসার।