টিউলিপ ফুলের বাগান

ফুল কে না ভালোবাসেন? আর ফুলের বাগান বেড়াতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় টিউলিপ ফুলের বাগান তাহলে তো কথাই নেই। কিউকেনহফ হচ্ছে ইউরোপের একটি বড় এবং বিখ্যাত টিউলিপ ফুলের বাগান। এটি দক্ষিণ নেদারল্যান্ডস এর লিসি  শহরে অবস্থিত। প্রতি বছর ৭৯ একর জায়গার উপর প্রায় ৭০ লাখ ফুলের বীজ বপন করা হয়।

দেবাশিস সরকার,  অস্ট্রেলিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 03:27 PM
Updated : 1 August 2019, 03:28 PM

নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার এর কাছাকাছি এই পার্ক। মার্চের মাঝামাঝি থেকে মধ্য মে পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই কিউকেনহফ বাগান 'গার্ডেন অব ইউরোপ' নামেও পরিচিত।

টিউলিপ ফুল যে কত রঙের হতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। সাদা, লাল, নীল আরো কত কি! বাগানের ভিতর জাদুঘর আছে, আছে স্যুভেনিয়র কেনার দোকান। সারা বিশ্বের মানুষ ফুলের বাগান দেখার জন্য প্রতিবছর নেদারল্যান্ডসে আসে।

টিউলিপ ফুলের বাগানে মানুষের আনন্দের যেন শেষ নেই। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে ফুলের ছবি। আর ছবি তুলছে বিরামহীনভাবে। কি অসাধারণ অভিজ্ঞতা! স্বপ্নের মত জায়গা।

চলুন গল্প আর না বাড়িয়ে অসাধারণ কিছু ছবি দেখে নেই।

 

এই লেখকের অন্যান্য লেখা