জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে সংলাপের চিঠি পৌঁছে দিয়েছেন পিটার হাস। দলটিকে তিনি বলেছেন, একই চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও বিএনপিকেও।
Published : 13 Nov 2023, 08:46 PM
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই প্রধান রাজনৈতিক শক্তির পরস্পরবিরোধী অনড় অবস্থানে দেশ এক দশক আগের মত টানা অবরোধের বৃত্তে ঢুকে যাওয়ার পর সমঝোতার চেষ্টায় সংলাপের বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বিনা শর্তে সংলাপ চাইছে দেশটি। দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টায় এবার দূতিয়ালির দায়িত্ব পেয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
এরই মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দপ্তরে গিয়ে তার সঙ্গে কথা বলে সংলাপের চিঠি হস্তান্তর করেছেন পিটার হাস। চিঠিটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু।
এই বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদেরকে বলেছেন, পিটার হাস তাদেরকে জানিয়েছেন, একই চিঠি তারা আওয়ামী লীগ ও বিএনপিকেও দিয়েছেন।
তবে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। বিএনপির নেতারা হয় কারাগারে, নয় আত্মগোপনে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ও তালাবদ্ধ।
আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, এখনও তারা চিঠির বিষয়ে জানেন না। ফলে দলের অবস্থান নিয়ে বলার মতো সময় আসেনি।
সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বিরোধী দলকে ‘গণভবনে চায়ের আমন্ত্রণ’ জানালে বিরোধীরা তা প্রত্যাখ্যান করে। এরপর তিনি কোনো রকম সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
গ্রেপ্তারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের তত্ত্বাবধায়কের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলেই কেবল সংলাপ হতে পারে, নইলে নয়। এরপর সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো শর্ত না থাকলে তারা বসতে রাজি।
বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো এই মুহূর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে। সরকারের অবস্থান হল, উচ্চ আদালতের রায়ে বাতিল হওয়া এই সরকার ব্যবস্থা ফেরানোর সুযোগ নেই।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের আগে আগেও এই ধরনের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। বিরোধীদের বর্জন ও প্রতিহতের ঘোষণায় ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে হয় ভোট। অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত নির্বাচনে এলেও আগের রাতে ভোটে হয়ে যাওয়ার অভিযোগ এনে তত্ত্বাবধায়কের দাবিতে ফিরেছে তারা। গত ৩১ অক্টোবর থেকে টানা অবরোধে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
১০ বছর আগে পেট্রোর বোমা হামলার যে ‘ঝড়’ দেখা দিয়েছিল, তা এখন পর্যন্ত দেখা যায়নি, যদিও গত ১১ কর্মদিবসের মধ্যে ৯ দিনের অবরোধে ১৩০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিরতি দিয়ে পরের দুই দিন আবার অবরোধের ডাক দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে।
এর মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ করে এনেছে, যে কোনো দিন ভোটের তারিখ জানিয়ে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ বলছে, আন্দোলন করে নির্বাচন আগেও ঠেকাতে পারেনি বিএনপি, এবারও পারবে না। তবে বিএনপি বলছে, ২০১৪ সালের মত নির্বাচন এবার আর হবে না।
শর্তহীন আলোচনায় জোর যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র আলোচনার যে উদ্যোগটি নিয়েছে, সে বিষয়ে ঢাকায় দেশটির দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। পাশাপাশি তারা সহিংসতা পরিহার করে সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানায়।
সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো ধরনের শর্ত ছাড়াই সংলাপ চাইছে। সে আহ্বানই সব পক্ষের প্রতি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ‘কোনো রাজনৈতিক দলের প্রতি আনুকুল্য দেখায় না’, পুরনো সেই বক্তব্য এতে আবার তুলে ধরা হয়েছে।
পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে, সেটিও তুলে ধরা হয়েছে।
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে, তাদের ওপর ভিসা নীতি সমভাবে প্রয়োগ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
জাতীয় পার্টির সঙ্গে কী কথা
এদিন বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে গিয়ে তার হাতে ডনাল্ড লুর চিঠিটি পৌঁছে দেন পিটার হাস।
প্রায় ৪০ মিনিট বৈঠকের পর জাতীয় সংসদে প্রধান বিরোধী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, তাদের কথাবার্তা সবই অনানুষ্ঠানিক। পিটার হাস এসেছিলেন চিঠি হস্তান্তর করতে। তিনি জানিয়েছেন, একই চিঠি দেশের তিন প্রধান দলকেই দেওয়া হয়েছে।
চিঠিতে কী বলা হয়েছে, এই প্রশ্নে চুন্নু বলেন, “সংক্ষেপে বলা যায়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। … এটাই হলো মূল বিষয়।”
অবাধ নির্বাচনের জন্য জাতীয় পার্টি কী ধরনের পদক্ষেপের কথা বলেছে? এই প্রশ্নে চুন্নু বলেন, “আমরা তো মনে করি না যে আমরা যুক্তরাষ্ট্র সরকারকে জানাব, তারা ব্যবস্থা নেবে। এটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয়।
“সেটা নির্বাচন কমিশন করবে এবং সরকার সহযোগিতা করবে। সরকারের কাছে আমাদের চেয়ারম্যান বারংবার বলছেন যে একটা ফ্রি, ফেয়ার ইলেকশন হওয়ার মতো অবস্থা যদি সৃষ্টি হয়, সবাই যখন যাবেন, তখন জাতীয় পার্টি সে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করবে।”
জাতীয় পার্টি ভোটে যাবে কি না, সেই প্রশ্নে তিনি বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যাব বা যাব না- তার কোনোটাই বলিনি এ কারণে যে, সরকার একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে…
“এ রকম যদি একটা পরিবেশ হয়, আমরা দলের কার্যনির্বাহী কমিটির সভা দিয়েছি ডিপ্লোমা ইন্সটিটিউটে, প্রয়োজনে আমরা প্রেসিডিয়াম ডাকব, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের একটা সিদ্ধান্ত নেব।”
অন্য এক প্রশ্নে জাতীয় পার্টির নেতা বলেন, “নির্বাচন কীভাবে হবে, এটা আমাদের নিজস্ব বিষয়। আমরা তো কারও কাছে বলি না, যে আপনারা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করেন।”
ভোটে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টির ভাবনা হাস জানতে চেয়েছেন কি না, এই প্রশ্নে চুন্নু বলেন, “না, এটা ওনি জানতে চাননি। আর আমরাও বলতে চাইনি। এটা আমাদের নিজস্ব বিষয়। উনাকে এটা জানাব কেন?”
আওয়ামী লীগ ও বিএনপি যা বলছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠি পাওয়ার বিষয়টি এখনও তার জানা নেই।
ক্ষমতাসীন দল সংলাপের ডাকে সাড়া দেবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, "উনি (হাস) কেন বা কী কারণে সংলাপের জন্য আহ্বান করেছেন তা আমার জানা নেই। আর আমরা এমন কোনো চিঠি পাইনি, চিঠি না পেয়ে আমি কোন মন্তব্য করতে পারি না।"
রাত সাড়ে নয়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছেন।
সংলাপে রাজি আছেন কি না, এই প্রশ্নে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।”
পরে দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, “চিঠিটি আমরা স্ক্যান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
আরও পড়ুন
দোরগোড়ায় তফসিল, কেমন ভোট চায় ইসি
‘সংবিধান অনুযায়ী নির্বাচন’, চীনের অবস্থানে বিএনপির ‘অসন্তোষ’