ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সোমবার দল দুটি আলাদাভাবে চিঠি দেয়।
Published : 24 Jul 2023, 07:42 PM
নির্বাচন কমিশনের নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ‘আমার বাংলাদেশ’ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি)।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে দল দুটির নেতারা আলাদা আলাদাভাবে এ বিষয়ে চিঠি দেন।
২০২২ সালের মে মাসে নতুন দলের নিবন্ধন আবেদন চায় ইসি। তিন মাসের সময় দিলেও তাতে সাড়া না পেয়ে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়।
নির্ধারিত সময়ে শখানেক নতুন দল নিবন্ধন পেতে আবেদন করে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ৮৭টি আবেদন, টিকে থাকে ১২টি দল।
১২টি দলের মধ্যে থেকে দুটি দলকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এই দুটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এদের বিরুদ্ধে বুধবার পর্যন্ত আপত্তি আবেদন নিচ্ছে ইসি।
বাদ পড়া দলগুলো হচ্ছে- এবি পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি- বিএসপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি)।
সিদ্ধান্তের প্রতিবাদ ও নিবন্ধন দেওয়ার জন্য সোমবার ইসি সচিবের কাছে লিখিত আবেদন করে জামায়াতে ইসলামী থেকে বের হয়ে গঠন করা এবি পার্টি।
দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, “আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে ন্যায়বিচার পাব। আমাদের যে নিবন্ধন দেওয়া হয়নি, এটা অন্যায় হয়েছে; তীব্র নিন্দা জানাচ্ছি। এখন সিইসিকে অনুরোধ করছি, আমাদেরকে নিবন্ধন দিন। আমরা এই দেশে সুশীল রাজনীতি করব, রাষ্ট্র মেরামত করে বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিনত করব।”
বিএসপি ও বিএনএমকে নিবন্ধন দেওয়ায় ইসির কঠোর সমালোচনা করেন এবি পার্টির আহ্বায়ক।
সিইসিকে উদ্দেশ্য করে সোলায়মান চৌধুরী বলেন, “আপনাদের বিবেকের কি কোনো দংশন নাই? আপনাদের বিবেক কি কোনো দংশন করে না? আপনারা যে পর পর এতগুলো অন্যায় করে যাচ্ছেন, আপনারা লোকজন লাগিয়ে মাটি খুঁড়ে মানুষের ছোটখাটো অন্যায় খুঁজে বের করছেন। কিন্তু যে দলকে নিবন্ধন দিলেন তাদের বিশাল বিশাল ত্রুটি, তাদের বিষয়ে কোনো বাস্তবতা নাই। আপনাদের কোথায় সেই বিবেকবোধ?”
নিবন্ধনের সব শর্ত পূরণ করা হয়েছে দাবি করে দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, “পুনঃতদন্তে গঠিত ইসির কমিটি আমাদের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে, আমরা নিবন্ধনের জন্য বিবেচিত দল হিসেবে প্রতিবেদন দিয়েছে। কিন্তু নিবন্ধন না দিয়ে বড় অন্যায় হয়েছে।
“ইসিকে বলতে চাই- নিবন্ধন প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করবেন না। অন্তত আইন, বিধান, নৈতিকতা মেনে চলুন। নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করুন, পুনর্বিবেচনা করুন। যোগ্য দলগুলোকে নিবন্ধন দিন।”
অন্যদিকে নিবন্ধন পুনর্বিবেচনার আবেদন করা বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল জানান, তাদের জেলা ও উপজেলা কমিটি সব সঠিক রয়েছে।
ইসি নিবন্ধন সম্পর্কিত বিষয়টি পুন:বিবেচনা করবে, আশা প্রকাশ করে তিনি বলেন, “দেশের নিপীড়িত মানুষের কথা রাজনৈতিকভাবে তুলে ধরার জন্য দলটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি বৃহৎ জনগোষ্ঠি এ দলের দিকে তাকিয়ে আছে।
“তাদের একটি কথা বলার জায়গা হবে, তাদের সেই চাওয়াকে বঞ্চিত করবেন না আশা করি। এটা বিশ্বাস করতে চাই যে, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হয়ে এ দলের মর্মকথা বুঝতে সমর্থ হবে। ইসি সদয় ছিল বলে দুটি দল নিবন্ধন পেয়েছে। যারা নিবন্ধন পায়নি তাদের প্রতিও সদয় হতে হবে।”
এবার বিএনএম এর নিবন্ধন নিয়ে আপত্তি এক আইনজীবীর