যিনি ইসিতে আপত্তি জানিয়েছেন, সেই আলী নাছের খান নিবন্ধন না পাওয়া দল এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির আহ্বায়ক কমিটির অফিস সমন্বয়ক।
Published : 23 Jul 2023, 04:18 PM
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিষয়ে আপত্তি জানিয়েছেন এক আইনজীবী।
ঢাকা জজ কোর্টের আইনজীবী আলী নাছের খান রোববার নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন।
ইসি সচিবের কাছে দেওয়া ওই আবেদনে তিনি দাবি করেন, ১৮টি উপজেলায় বিএনএম এর সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। সেটা যাচাই বাছাই না করেই কমিশন এ দলটি 'সকল শর্ত পূরণ করেছে' ধরে নিয়ে নিবন্ধনের জন্য বাছাই করেছে।
দলটিকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়ে এ আইনজীবী তার আপত্তিপত্রে বলেছেন, “কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ।”
আলী নাছের খান নিবন্ধন না পাওয়া দল এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির আহ্বায়ক কমিটির অফিস সমন্বয়ক।
তার আপত্তির বিষয়ে জানতে চাইলে বিএনএম এর যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার সারওয়ার হোসেন বলেন, “আমরা আইন, বিধি মেনে নিবন্ধনের যোগ্য হয়েছি। যে আইনজীবী আমাদের বিরুদ্ধে আপত্তি আবেদন দিয়েছেন, তিনি কোনো দলের হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করেছেন। অন্য কোনো নিবন্ধন না পাওয়া দলের পক্ষ হয়ে কাজ করেন এ আইনজীবী।”
কমিশন শুনানি নিলে সব ধরনের তথ্য উপাত্ত উপস্থাপন করা হবে এবং নিবন্ধন চূড়ান্ত হবে আশা প্রকাশ করেন বিএনএম নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি–বিএসপিকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে কাছাই করার কথা রোববার জানায় নির্বাচন কমিশন।
ইতোমধ্যে বিএসপির বিরুদ্ধে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যানের ছোট ভাই শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী। তার দাবি, বিএসপির কার্যালয় হিসেবে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, কুমিল্লাসহ অন্যান্য জেলায় যে স্থানগুলো দেখানো হয়েছে, সেগুলো তাদের পারিবারিক সম্পত্তি।
তবে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী দাবি করেছেন, তাদের নিবন্ধন আটকানোর জন্য এ কাজটি করেছেন তার ছোট ভাই সহিদ উদ্দিন মাইজভাণ্ডারী।
নিবন্ধনের জন্য নির্বাচিত হওয়া দুই দল
বাংলাদেশ সুপ্রিম পটি, প্রতীক-একতারা, চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মো. সরকার, ঠিকানা ৮২ শাহ্ আলীবাগ (চতুর্থ তলা), মিরপুর-১, ঢাকা-১২১৬।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম, প্রতীক- নোঙর, আহ্বায়ক- আব্দুর রহমান এবং সদস্য সচিব মুহা. হানিফ (অবসরপ্রাপ্ত), বাড়ি এইচ-২৩ শহীদ বীরউত্তম জিয়াউর রহমান সড়ক/নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, বনানী, ঢাকা- ১২১২।
নিবন্ধনের শর্ত হচ্ছে কেন্দ্রীয় অফিস, ২২ জেলা অফিস ও ১০০টি উপজেলা অফিস থাকতে হবে। এই শর্ত যারা পূরণ করেছে তারাই বাছাইয়ে টিকেছে বলে নির্বাচন কমিশনের ভাষ্য।
দল দুটির বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে সেটি জমা দিতে ১০ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন। সে হিসাবে আপত্তির আবেদনের সময় রয়েছে ২৬ জুলাই পর্যন্ত।
এসব আপত্তির বিষয়ে তদন্ত এবং দুই পক্ষের শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইসি।