মেইকআপের সময় চোখ সুরক্ষিত রাখতে

মেইকআপ ব্যবহারের পর চোখে যে কোনো অস্বস্তি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 10:22 AM
Updated : 6 Dec 2022, 10:22 AM

কাজল, শ্যাডো কিংবা কন্ট্যাক্ট লেন্স- অনেক সময় চোখে অ্যালার্জি তৈরি করতে পারে।

আর এই শীত মৌসুমে উৎসবের সময়ে সাজগোজের ক্ষেত্রে ছাড় দেওয়ার তো প্রশ্নই আসে না।

তবে চোখের সাজের ক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন মনে করেন ভারতের চক্ষু বিশেষজ্ঞ ও চক্ষু সার্জন ডা. নিরাজ সান্দুজা।

টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “চোখ সাজাতে মেইকআপ ব্যবহার সবসময় চোখের জন্য ইতিবাচক নয়।”

চোখে নিরাপদে মেইকআপ ব্যবহার করার উপায় সম্পর্কেও জানান তিনি।

‘হাইপো-অ্যালার্জেনিক’ পণ্য

সবসময় ‘হাইপো-অ্যালার্জেনিক’ পণ্য ব্যবহার করা উচিত। আর আগে থেকেই ত্বকে কোনো সমস্যা তৈরি করে কি-না, সেটা পরীক্ষা করে নেওয়া উচিত।

আরেকটা বিষয় হল, কোনো উপাদানে অ্যালার্জি আছে কি-না তা যাচাই করে নেওয়া উচিত। মেইকআপে থাকা সুগন্ধি, রং, সংরক্ষক, নিকেল ইত্যাদিতে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে।

মেইকআপ ভাগাভাগি করে ব্যবহার

চোখের মেইকআপ, ব্রাশ ইত্যাদি কখনই অন্য জন্য সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা উচিত না। প্রসাধনী জীবাণু বিস্তারের অভয়ারণ্য এবং একই মেইকআপ একাধিক জনের ব্যবহারে এই ঝুঁকি আরও বেড়ে যায়।

সাবধানে তুলে ফেলা

আইলাইনার, কাজল, মাশকারা চোখে প্রবেশ করার ঝুঁকি থাকে। তাই রাতে ঘুমানোর আগে চোখের মেইকআপ তোলার কথা কখনও ভোলা যাবে না। ‘আই মেইকআপ’ তুলতে অ্যালকোহল মুক্ত মেইকআপ রিমুভার ব্যবহার করতে হবে।

ওয়াটারলাইন বাদ দেওয়া

এই অংশ চোখের অন্যান্য গ্রন্থিগুলোর সঙ্গে সম্পর্কিত যা চোখকে ‘লুব্রিকেন্ট’ বা পিচ্ছিল রাখতে সহায়তা করে। পাপড়ি বরাবর লাইন ধরে মেইকআপ করা সংক্রমণণের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সুর্মা এড়িয়ে চলা

চোখ সাজাতে অনেকেই কাজলের পরিবর্তে ‍সুর্মা ব্যবহার করে থাকেন এই অঞ্চলের মানুষ। তবে মনে রাখতে হবে, এই প্রসাধনীতে অতিরিক্ত মাত্রায় ‘লেড’ বা সীসা ব্যবহার করা হয় যা চোখের জন্য ক্ষতিকর।

মেয়াদ খেয়াল করা

সব প্রসাধনীরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ পার হওয়ার পর কোনো পণ্য ব্যবহার করা উচিত নয়। প্রসাধনী, ব্রাশ ও স্পঞ্জ ইত্যাদিতে দ্রুত ব্যাক্টেরিয়া জন্মায় এবং তা এসবের অভয়ারণ্য।

কন্টাক্ট লেন্স

কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের মেইকআপ করার আগে লেন্স পরতে ভোলা যাবে না। আর চোখের বাইরে মেইকআপ ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

চোখের মেইকআপ ব্যবহার করার পর যদি লালভাব, খচখচ, ঝাপসা বা কম দেখা যায় তাহলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের সহায়তা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন:

Also Read: চোখ ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস

Also Read: স্যানিটাইজার থেকে শিশুর চোখের ক্ষতি

Also Read: চোখ বেশি রগড়ালে যা হয়

Also Read: ‘চোখ ওঠা’ রোগে ভয় নয়, চাই সচেতনতা