গয়না তৈরির কর্মশালা

নিজের হাতে বানানো গয়না নিজেই পরলেন, বিষয়টা চমৎকার নয় কি!

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 05:37 AM
Updated : 15 Nov 2023, 05:37 AM

কানের দুল বা গলার মালা সাধারণত কিনেই পরা হয়।

তবে নিজের হাতে তৈরি গয়না পরার আনন্দ নিশ্চই আলাদা।

তাই গয়না বানানো শিখতে যোগ দিতে পারেন ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)’ আয়োজিত গয়না তৈরির কর্মশালাতে।

২৫ নভেম্বর মিরপুর ডিওএইচএস’য়ে বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন গয়নার প্রতিষ্ঠান ‘শৈলী’র কর্ণধার ও প্রশিক্ষক তাহমীনা শৈলী।

২০২০ টাকার বিনিময়ে গয়না তৈরির সবরকম খরচসহ অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ‘শৈলী’র ফেইসবুক পেইজ থেকে।