ভিনেগার, পেস্ট বা তরল সাবান দিয়ে সহজেই পরিষ্কার করা যায় সাদা জুতা।
Published : 27 Mar 2025, 04:04 PM
ক্যানভাস বা কাপড়ের জুতা পরতে বেশ আরামদায়ক আবার স্টাইলিশ। তবে এ ধরনের জুতা খুব সহজেই ময়লা হয়ে যায়। বিশেষ করে সাদা রং হলে।
রাস্তায় বের হলেই মাটি, দাগ, ধুলায় সাদা জুতা একবার ব্যবহারেই সৌন্দর্য হারায়। এছাড়া ঘামের কারণে জুতায় গন্ধও তৈরি হয়, যা থেকে মুক্তি পেতে শখের জুতায় রাসায়নিক বা উচ্চ মূল্যের পরিষ্কারক ব্যবহার না করেও ঘরোয়া উপায়ে পরিষ্কার করা যায়।
তবে পরিষ্কার করার আগে নিশ্চিত করতে হবে যে জুতাটি কী উপাদানের এবং প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করা হচ্ছে কিনা।
পরিষ্কারের কিছু উপকরণ বা পদ্ধতি সব ধরনের জুতার জন্য উপযুক্ত নাও হতে পারে।
সাদা ক্যানভাস জুতা পরিষ্কার করার নিয়ম
যতবার সাদা ক্যানভাস জুতা পরা হয়, সুন্দর রাখতে ততবারই সেটা পরিষ্কার করা উচিত। সাধারণত প্রতি দুই সপ্তাহে একবার পরিষ্কার করা ভালো। আর প্রতিদিন ব্যবহার করা হলে সপ্তাহে একবার পরিষ্কার করতেই হবে।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়ে আরও উল্লেখ করা হয়, একবারই কম ব্যবহার হলে মাসে একবার পরিষ্কার করা উচিত। আর জুতায় গন্ধ বা ময়লা যেন না জমে, সেজন্য পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। কারণ ময়লা থেকেই রোগজীবাণু বা ব্যাক্টেরিয়ার বৃদ্ধি ঘটে।
বেইকিং সোডা ও ভিনেগার অথবা টুথপেস্ট ব্যবহার
একটি বাটিতে এক টেবিল-চামচ বেইকিং সোডা, দুই টেবিল চামচ সাদা ভিনেগার এবং এক কাপ গরম পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে।
এই পেস্ট দিয়ে জুতা পরিষ্কার করার জন্য একটি পরিষ্কার ব্রাশ বা কাপড় দরকার হবে। টুথপেস্টও একটি ভালো বিকল্প।
তবে এখানে টুথপেস্টের মধ্যে বেইকিং সোডা থাকা উচিত। টুথপেস্টের মধ্যে থাকা উপাদানগুলো জুতার দাগ পরিষ্কার করতে বেশ সাহায্য করবে।
বাসন বা কাপড় ধোয়ার সাবান
কাপড় বা বাসন-পত্র ধোয়ার তরল সাবান দিয়ে সাদা ক্যানভাস জুতা পরিষ্কার করা বেশ সহজ। এক কাপ গরম পানিতে কিছুটা তরল সাবান মিশিয়ে নিতে হবে। তারপর একটি নরম ব্রাশ অথবা টুথব্রাশ দিয়ে জুতার বাইরের অংশ এবং সোল বা জুতার তলি পরিষ্কার করতে হবে ধীরে সুস্থে।
এতে জুতার বাইরের অংশের কোনো ক্ষতি হবে না এবং একবারে পরিষ্কারও হয়ে যাবে। এরপর কাপড় দিয়ে ভালোভাবে মুছে বাতাসে শুকাতে হবে।
সোয়েড জুতা পরিষ্কার করার উপায়
সাদা সোয়েড (নরম চামড়া) জুতা পরিষ্কার করা একটু জটিল। এটা অত্যন্ত নরম এবং খুব সহজেই দাগ পড়ে।
এই ধরনের জুতার দাগ তুলতে প্রথমে একটি পেন্সিলের ইরেজার বা বা রাবার (মুছে ফেলার জন্য) দিয়ে দাগগুলো মুছে ফেলতে হবে।
এভাবে যদি দাগ না যায়, তাহলে সাদা ভিনেগার একটি কাপড়ে লাগিয়ে জুতায় থাকা দাগগুলো পরিষ্কার করতে হবে।
এরপর জুতা শুকিয়ে গেলে সোয়েড ব্রাশ (নরম চামড়া-জাতীয় উপাদানের ব্রাশ) দিয়ে ব্রাশ করে নিতে হবে।
এই ব্রাশ পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। আর জুতার ওপর মৃদুভাবে ব্যবহার করা যায় যাতে চামড়ার কোনো ক্ষতি না হয়।
এই ব্রাশ সোয়েড জুতার ওপর দাগ, ধুলো বা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং জুতার বাইরের অংশ মসৃণ ও নরম রাখে।
সাদা ক্যানভাস জুতা দীর্ঘ সময় পরিষ্কার রাখার উপায়
সাদা ক্যানভাস জুতা দীর্ঘ সময় পরিষ্কার ও সুন্দর রাখতে কিছু সাবধানতা মানতেই হবে।
প্রথমত, সাদা জুতা পরার সময় খেয়াল রাখতে হবে যেন মাটি বা পানি বেশি না লাগে।
বর্ষাকালে বা মাটির মধ্যে হাঁটার সময় সাদা জুতা পরা এড়িয়ে চলা উচিত। এছাড়া জুতা সুন্দর রাখতে ভালো মানের জুতা সুরক্ষার স্প্রে ব্যবহার করা যায়।
এটি জুতার ওপরে একটি পরিষ্কার ও শক্তিশালী আবরণ তৈরি করবে যা মাটি, পানি ও দাগ থেকে সুরক্ষা দেবে।
দ্বিতীয়ত, স্নিকার ওয়াইপস বা পরিষ্কার কাপড় সাথে রাখতে হবে যাতে প্রত্যেকবার ব্যবহারের পর সাথে সাথেই সাদা জুতা মুছে ফেলা যায়।
গন্ধ দূর করার উপায়
সাদা ক্যানভাস জুতার গন্ধ দূর করা বেশ জরুরি। বেশি গন্ধ হলে এটি জুতার সৌন্দর্য কমিয়ে দেয়।
এজন্য বেইকিং সোডা ব্যবহার করা যায়; যা একটি ভালো গন্ধ শোষক।
সাদা জুতায় বেইকিং সোডা রেখে দিলে গন্ধ শোষণ করে নেবে। এছাড়া, জুতার মধ্যে ‘ডিসইনফেকটিং স্প্রে’, পাউডার (ব্যাক্টেরিয়া, ভাইরাস এবং অন্যান্য রোগজীবাণু মেরে ফেলার জন্য) ব্যবহার করা যায়।
একইভাবে, জুতা পরার পর তা ভালোভাবে বাতাসে শুকানোর সুযোগ দিতে হবে। কারণ আর্দ্রতা থেকে জুতায় গন্ধ তৈরি হয়।
এছাড়া আরেকটি সহজ ও ভালো পদ্ধতি হল- জুতার মধ্যে কাগজ বা শুকনা কাপড় রাখা, যা ভেতরের আর্দ্রতা শুষে নেবে।
আরও পড়ুন
ঘরের জঞ্জাল পরিষ্কার করার সহজ নিয়ম