Published : 01 Oct 2024, 06:05 PM
হঠাৎ কানের ভেতর চাপা অনুভূতি বা কম শোনার নানান কারণ থাকতে পারে।
আর কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় না ফিরলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের বস্টন ভিত্তিক স্ত্রীরোগ বিশেষজ্ঞা ডা. টনি গোলেন।
হার্ভার্ড হেল্থ পাবলিকেশন’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “কানের ভেতর অস্বস্তিকর চাপা অনুভূতির কারণে শুনতে সমস্যা হয়। তবে বিষয়টা সবসময় সহজ নয়।”
খুবই সাধারণ একটা কারণ সম্পর্কে তিনি বলেন, “কানের ভেতর তারল্য বজায় রাখতে এক ধরনের তেল নিঃসরণ হয়। এই কারণে বাইরের ধুলা ময়লা থেকে কানের ভেতর ‘ইয়ারওয়াক্স’ বা খৈল জমে। অবস্থা খারাপ হয় তখনই যখন কটনবাড দিয়ে এই ময়লা পরিষ্কারের চেষ্টা করা হয়।”
কটনবাড ব্যবহারের ফলে কানের আরও ভেতরে চলে যায় এই ‘খৈল’।
তাই কটনবাড ব্যবহারের পরিবর্তে ‘ইয়ারওয়াক্স রিমুভাল ড্রপ’ ব্যবহারের কথা জানান এই চিকিৎসক।
এছাড়া কানবন্ধ হওয়ার আরেকটা কারণ হতে পারে ‘উস্টেকিয়ান টিউবস’ ফুলে বা আটকে গেলে। এই ‘টিউবস’ বা নল কানের মধ্যবর্তী অংশের সাথে গলার পেছনে অংশে সংযোগ স্থাপন করে।
বিমান ভ্রমণ ছাড়াও অ্যালার্জি, সাইনাস, কানের সংক্রমণ বা ফুসফুসে ভাইরাসের আক্রমণ থেকে এই সমস্যা হতে পারে।
ডা. গোলেন বলেন, “হঠাৎ একটা কান বন্ধ হওয়া বা কম শোনার মানে হতে পারে গুরুত্বর কোনো রোগের লক্ষণ। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে নাঁক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নাহলে অবস্থা আরও খারাপ হওয়ার পাশাপাশি একেবারে বধির হওয়ার সম্ভাবনা থেকে যায়।”
তাই দুয়েক দিনের মধ্যে কানবন্ধ অনুভূতি সেরে না গেলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।
আরও পড়ুন
কান থেকে পানি বের করার ৫ পন্থা