Published : 29 Apr 2025, 12:02 PM
রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তাকে সহায়তা করেন আইনজীবী জহিরুল ইসললাম।
আবেদনকারী পক্ষের আইনজীবী খুররাম শাহ মুরাদ বলেন, “যে স্থানকে চিহ্নিত করে এই হাট বসানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা একেবারেই অনভিপ্রেত। কারণ ওই স্থানে হাট বসানোর পর্যাপ্ত খালি জায়গা নাই।
“এই হাট বসানোর ইজারা গৃহীত হলে ঈদ উল আজহার সময় এই আবাসিক এলাকার বাসা-বাড়ির গেটের সামনে পশুর হাট বসে যায়। ফলে জনভোগান্তির সৃষ্টি হয়। এই জনভোগান্তি যাতে না হয়, সেজন্য এই রিট করা হয়েছে।”
ব্যারিস্টার মুরাদ বলেন, “পশুর হাট বসানো হলে এই আবাসিক এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। সবকিছু বিবেচনা করেই আদালত মেরাদিয়ায় পশুর হাট বসানোর উপর স্থগিতাদেশ দিয়েছে।”
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল লাইটসের তরফে রিট মামলা করেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার।