ইংলিশ ফুটবল
Published : 29 Apr 2025, 03:52 PM
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে লিভারপুলের সাফল্যে আনন্দের শেষ নেই ইয়ুর্গেন ক্লপের। শিরোপা পুনরুদ্ধার করা সাবেক ক্লাবকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। সঙ্গে তার উত্তরসূরি আর্না স্লটকেও জানিয়েছেন সাধুবাদ।
গত রোববার অ্যানফিল্ডে ঘরের মাঠের দর্শকদের নিয়ে শিরোপা উল্লাস করে লিভারপুল। সেদিন টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত তাদের। দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে চার ম্যাচ হাতে রেখে ট্রফি ঘরে তোলে তারা।
ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে কয়েক দশক ধরে আধিপত্য করেছিল লিভারপুল। কিন্তু প্রিমিয়ার লিগ নামকরণের পর থেকে এর শিরোপা খরা শুরু হয় দলটির। ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ২০১৯-২০ মৌসুমে ক্লপের হাত ধরে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ সংস্করণে চ্যাম্পিয়ন হয় তারা।
ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এই নিয়ে মোট ২০ বার চ্যাম্পিয়ন হলো লিভারপুল। স্পর্শ করল আগে থেকে রেকর্ড চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ক্লপ দায়িত্ব ছাড়ায় গত জুনে লিভারপুলের দায়িত্ব পান স্লট। নিজের প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ পেয়ে গেলেন এই ডাচ কোচ।
চলতি লিগে এখন পর্যন্ত স্রেফ দুটি ম্যাচ হেরেছে লিভারপুল। স্লটের কোচিংয়ে দুর্দান্ত ছন্দে থাকা ক্লাবের শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্লপ লেখেন, “অতীতের জন্য অনেক কৃতজ্ঞ, বর্তমান নিয়ে দারুণ খুশি, ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত ইতিবাচক।”
“অভিনন্দন– আপনি (স্লট) কখনই একা হাঁটবেন না। ধন্যবাদ।”
অ্যানফিল্ডে শিরোপা উল্লাস করার সময় ক্লপের নাম ধরে গান গাইতে শোনা যায় স্লটকে। তার সঙ্গে সুর মেলান গ্যালারির উচ্ছ্বসিত দর্শকরাও। তখন এক পর্যায়ে স্লট বলেন, “আমি ইয়ুর্গেনকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।”
২০১৫ থেকে ২০২৪, নয় বছর লিভারপুলের কোচের দায়িত্ব পালন করেন ক্লপ। তার সময়ে লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপও জেতে ক্লাবটি।