চ্যাম্পিয়ন্স লিগ
Published : 28 Apr 2025, 06:16 PM
মৌসুমের শেষ ভাগের গুরুত্বপূর্ণ সময়ে এসে হুট করেই যেন পথ হারিয়ে ফেলেছে ইন্টার মিলান। সব প্রতিযোগিতা মিলিয়ে হেরেছে টানা তিন ম্যাচ। এবার তাদের সামনে আরেক বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে হবে ছন্দে থাকা বার্সেলোনার বিপক্ষে। প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মান থাকলেও তাদের নিয়ে ভীত নন বলে দাবি করলেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি।
সেরি আয় রোববার ঘরের মাঠে রোমার বিপক্ষে ১-০ গোলে হারে ইন্টার। আগের রাউন্ডে বোলোনিয়ার মাঠেও একই ব্যবধানে হেরেছিল তারা। এর মাঝে ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের ফিরতি লেগে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে হেরে, দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় ইনজাগির দল।
লিগে টানা দুই হারে শিরোপা ভাগ্যও ইন্টারের হাত থেকে ছুটে গেছে। তাদের টপকে এখন ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। ইন্টারের পয়েন্ট ৭১।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার খেলবে বার্সেলোনার মাঠে, যারা নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে জিতেছে শিরোপা। লা লিগাতেও কাতালান দলটি শীর্ষে আছে রেয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। ২০২৫ সালে স্রেফ একটি ম্যাচ হেরেছে হান্সি ফ্লিকের দল।
কোপা দেল রের ফাইনাল ইনজাগি দেখেননি। তবে তিনি জানেন বার্সেলোনা এখন কতটা ভালো দল। রোমার বিপক্ষে হারের পর সামনের লড়াইয়ের জন্য দলকে উন্নতির তাগিদ দিলেন ইন্টার কোচ।
“আমরা জানি বার্সেলোনা কেমন দল; (এর জন্য) গতকালের (শনিবার) ম্যাচ দেখার দরকার ছিল না। আমরা (প্রতিপক্ষের প্রতি) সম্মান রেখে মাঠে নামব, তবে ভয় নিয়ে নয়।”
“রোমা দুর্দান্ত খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি; আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল, কিন্তু এটাই ফুটবল। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারিনি আমরা; আমাদের আবার (ছন্দ) খুঁজে পেতে হবে, কারণ এখনও লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে।”
রোমার বিপক্ষে হারের ম্যাচে চোটের ধাক্কাও লাগে ইন্টার শিবিরে; প্রথমার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দ। বার্সেলোনার বিপক্ষে আসছে ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন তিনি।