Published : 29 Apr 2025, 09:37 PM
নওগাঁর পোরশা উপজেলায় বিয়ের আশ্বাসে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রেজাউল করিম।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার সুরানন্দ গ্রামের মো. সাকিল (২৪) এবং একই উপজেলার আলাদিপুর গ্রামের আব্দুল আলীম (৩০)।
মামলার বরাতে পিপি রেজাউল করিম বলেন, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে সাকিল স্থানীয় আম বাগানের দোচালা ঘরে নিয়ে যান। সেখানে সাকিল ও আব্দুল আলীম তাকে ধর্ষণ করেন।
পরে ওই কিশোরী তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।
এ ছাড়া আদালত আসামিদের জরিমানার টাকা ধর্ষণের শিকার ওই কিশোরীকে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে।