Published : 29 Apr 2025, 09:47 PM
দিনটি পুরোপুরি হতে পারত বাংলাদেশের। বড় লিডের মঞ্চ সাজিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের। হয়নি কোনোটিই। শেষ বিকেলে বাংলাদেশের ব্যাখ্যাতীত ব্যাটিংয়ে উল্টো ম্যাচে ফেরার হাতছানি সফরকারীদের। তবে আশা হারাচ্ছেন না সাদমান ইসলাম। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ব্যাটে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সেঞ্চুরি করা এই ওপেনারের।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন প্রথম দুই সেশন দাপট দেখায় বাংলাদেশ। সাদমানের ব্যাটে তারা পেয়ে যায় বড় সংগ্রহের ভিত। কিন্তু শেষ সেশনে একের পর এক উইকেট হারিয়ে দিনটি নিজেদের করে নিতে পারেনি তারা।
দিন শেষে ৩ উইকেট বাকি রেখে ৬৪ রানে এগিয়ে বাংলাদেশ। ক্রিজে শেষ স্বীকৃত ব্যাটসম্যান মিরাজ। তার সঙ্গী হিসেবে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল। ব্যাটিংয়ে নামা বাকি অভিষিক্ত তানজিম হাসান ও হাসান মাহমুদের।
অথচ দিনের প্রথম বলে জিম্বাবুয়ের শেষ উইকেট নিয়ে শুরুটা দারুণ করে বাংলাদেশ। পরে সাদমান ও এনামুল হকের ব্যাটে ৩৩ ইনিংসের অপেক্ষা ঘুচিয়ে উদ্বোধনী জুটিতে শতরান পায় বাংলাদেশ।
৩৯ রান করে এনামুল ফিরে গেলেও চমৎকার ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন সাদমান। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন বাঁহাতি ওপেনার। চা বিরতির আগে তিনিও আউট হয়ে যান।
তার বিদায়ের পরও পঞ্চাশছোঁয়া জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
এরপর নামে ধস। ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। অনেকটাই শেষ হয়ে যায় বড় লিডের আশা।
পরে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনিংস বড় করতে না পারা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সাদমান।
“ইনিংসটা আরেকটু বড় করা যেত। আমরা ভালো অবস্থানে ছিলাম। সেখান থেকে হয়তো একটু পিছিয়ে আছি। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে... ইনশাল্লাহ কালকের দিন আছে, ব্যাটসম্যান মিরাজ আছে। আশা করি, ভালো জুটি হলে আমরা এগিয়ে থাকব।”
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টে সপ্তম উইকেটে ৪১ রানের জুটি গড়েছিলেন মিরাজ ও তাইজুল। এছাড়া অষ্টম উইকেটেও তাদের ত্রিশ ছোঁয়া জুটি আছে দুটি। গত বছর টেস্ট ক্রিকেটে ব্যাটিং সামর্থ্যের ছাপ ভালোভাবেই রেখেছেন মিরাজ। তাইজুলের ব্যাটেও বিভিন্ন সময় দেখা গেছে লড়াইয়ের চেষ্টা।
তৃতীয় দিন সকালে শেষের দিকের এই দুই ব্যাটসম্যানের ওপরই ভরসা রাখছেন সাদমান।
“আমরা মোটামুটি যদি আরও কিছু রান... মিরাজ আর তাইজুল ভাই আছে। দুজনই ভালো ব্যাটিং করে। যদি একটা ভালো জুটি হয়, আমাদের ভালোর দিকে নিয়ে যাবে। কালকে বলা যাচ্ছে না, উইকেট কেমন হয়। আমাদের বোলাররা যদি ভালো বোলিং করে, খুব ভালো কামব্যাক করব।”
প্রথম দুই সেশনে ২০৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ চা বিরতির পর মাত্র ৮৬ রানে হারায় ৪ উইকেট। শেষ দিকে তিনটি উইকেট বেশি পড়েছে মনে করেন সাদমান। মিরাজ-তাইজুলের জুটিতে আরও ৪০ রানের আশা করছেন তিনি।
“আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট একটু বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, তাহলে হয়তো আমরা একশর বেশি লিডে থাকতাম। কাল দেখা যাক কী হয়।”
“আশা করি, আমাদের মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি দেয়, লিড যদি একশর বেশি হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে।”