২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মুমিনুলের পর সাদমানকে হারিয়ে চাপে বাংলাদেশ

29 Apr 2025, 02:37 PM

উইকেট ছুঁড়ে এলেন মুমিনুল

চা-বিরতির মিনিট দশেক আগে অপ্রয়োজনীয় বড় শট খেলার চেষ্টায় উইকেট বিলিয়ে এলেন মুমিনুল হক। ওয়েলিংটন মাসাকাদজার বলে ছক্কার চেষ্টায় ধরা পড়লেন ডিপ মিড উইকেটে।

বাঁহাতি স্পিনারের ঝুলিয়ে দেওয়া বলে স্লগ সুইপে টাইমিং করতে পারেননি মুমিনুল। সীমানা থেকে কিছুটা সামনে এগিয়ে এসে ক‍্যাচ নেন বেন কারান। ভাঙে ১৩৫ বল স্থায়ী ৭৬ রানে জুটি।

৬৪ বলে দুই চার ও এক ছক্কায় ৩৩ রান করেন মুমিনুল।

৫৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৯৪। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

29 Apr 2025, 02:30 PM

জিম্বাবুয়ের সুযোগ হাতছাড়া

উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেল জিম্বাবুয়ের। বোলিং প্রান্তে থ্রো স্টাম্পে লাগাতে পারেননি ফিল্ডার। সে সময় অনেক দূরে ছিলেন মুমিনুল হক।

বোলার ওয়েলিংটন মাসাকাদজা নিজের কাজটা করেননি। স্টাম্পের পেছনে গিয়ে দাঁড়ানোর বদলে সামনে দাঁড়িয়ে থ্রো দেখছিলেন তিনি!

সে সময় ৩১ রানে ছিলেন মুমিনুল।

৫২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯১।

29 Apr 2025, 02:19 PM

টেস্টে সাদমানের সর্বোচ্চ

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলছেন সাদমান ইসলাম। ২০২১ সালের হারারেতে খেলা অপরাজিত ১১৫ রান ছাড়িয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার।

ব্রায়ান বেনেটর বলে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেছেন সাদমান, টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় ছক্কা। গত বছর প্রথমটি মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

৫০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৮৪। ১৭২ বলে ১৬ চার ও এক ছক্কায় ১১৭ রানে ব‍্যাট করছেন সাদমান। ৪৮ বলে একটি করে ছক্কা ও চারে মুমিনুল হকের রান ২৬।

29 Apr 2025, 02:13 PM

সাদমান-মুমিনুলের জুটিতে পঞ্চাশ

শতরানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পাওয়া বাংলাদেশকে টানছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৯৬ বলে।

৪৮তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে সাদমানের সিঙ্গেলের জুটিতে জুটি রান যায় পঞ্চাশে। ওভারের শেষ বলে বোলারের মাথার উপর দিয়ে ছক্কায় ওড়ান মুমিনুল।

৪৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৭৪। ১৬২ বলে ১০৮ রানে খেলছেন সাদমান। ৪৬ বলে মুমিনুলের রান ২৫।

29 Apr 2025, 01:50 PM

দারুণ ব‍্যাটিংয়ে সাদমানের সেঞ্চুরি

শুরু থেকে সাবলীল ব‍্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন সাদমান ইসলাম, ২০২১ সালের পর প্রথম।

৪২তম ওভারে রিচার্ড এনগারাভাকে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন সাদমান, ১৪২ বলে। পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি ৭৮ বলে।

এই সময়ে সাদমানের ব‍্যাট থেকে এসেছে ১৬টি চার। টেস্টে কোনো ইনিংসে যা তার সর্বোচ্চ। এর আগে কোনো ইনিংসে ১২টির বেশি চার মারতে পারেননি তিনি।

২০২১ সালেরর জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম সেঞ্চুরি করেছিলেন সাদমান। দেশের মাটিতে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন এবারই প্রথম।

৪২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫০। ১৪৫ বলে ১০১ রানে খেলছেন সাদমান। ২৭ বলে মুমিনুল হকের রান ৯।

29 Apr 2025, 01:10 PM

এনামুলের বিদায়ে ভাঙল জুটি

দ্বিতীয় সেশনের শুরুতে সাফল‍্য পেল জিম্বাবুয়ে। ভাঙতে পারল বাংলাদেশের শুরুর জুটি।

ব্লেসিং মুজারাবানির বলে একটু ভুগছিলেন এনামুল হক। শেষ পর্যন্ত দীর্ঘদেহী পেসারের বলেই এলবিডব্লিউ হয়ে তিনি ফিরলেন।

অফ স্টাম্প ঘেঁষা লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি এনামুল। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে পেছনের পায়ে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিয়ে রিভিউ নেন এনামুল।

বল আঘাত হানত অফ-মিডল স্টাম্পে। ইম্প‍্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় নষ্ট হয়নি রিভিউ, ফিরে যান এনামুল। ভাঙে ১৮৯ বল স্থায়ী ১১৮ রানের জুটি।

৮০ বলে চারটি চারে ৩৯ রান করেন এনামুল।

৩২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১১৮। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

29 Apr 2025, 12:08 PM

বাংলাদেশের দারুণ সেশন

প্রথম বলে উইকেটে শুরু দিন। প্রথম সেশনের বাকি সময়টায় ওপেনারদের রাজত্ব। বাংলাদেশের দারুণ সেশনে হাতে ধরা দিল অনেক প্রাপ্তি।

লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ২৬ ওভারে বিনা উইকেটে ১০৫। ২০২২ সালের ডিসেম্বর ও ৩৩ ইনিংস পর এটাই তাদের প্রথম শতরানের উদ্বোধনী জুটি।

৯১ বলে ১০ চারে ৬৬ রানে খেলছেন সাদমান ইসলাম। লাঞ্চের আগে শেষ ওভারে ব্রায়ান বেনেটকে চার মেরে দল ও জুটির রান তিন অঙ্কে নিয়ে যান বাঁহাতি এই ওপেনার, ১৫১ বলে।

ওই চারেই টেস্ট ক্রিকেটে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাদমান। লাঞ্চে যাওয়ার সময় তার রান ১ হাজার ৫।

আরেক প্রান্তে সাদমানকে সঙ্গ দিয়ে যাচ্ছেন এনামুল। ৬৫ বলে চারটি চারে ৩৮ রানে খেলছেন তিনি। ৬ টেস্টের ছোট্ট ক‍্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ। আগের ১০ ইনিংসে ২৩ রানের বেশি করতে পারেননি তিনি।

জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি এবার খুব একটা প্রভাব রাখতে পারেননি। নিখুঁত লাইন ও লেংথে বল করে ব‍্যাটসম‍্যানদের কিছুটা পরীক্ষা নিতে পেরেছেন কেবল ওয়েলিংটন মুজারাবানি।

অভিষেকে প্রথম ৫ ওভার তেমন কিছু করতে পারেননি লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

29 Apr 2025, 11:53 AM

৭৮ বলে সাদমানের পঞ্চাশ

শুরু থেকে আস্থার সঙ্গে ব‍্যাটিং করে প্রথম সেশনে পঞ্চাশের দেখা পেয়েছেন সাদমান ইসলাম, ৭৮ বলে।

জিম্বাবুয়ের পেসারদের ভালোভাবে সামাল দিয়েছেন সাদমান। স্পিনারদেরই খেলছেন সহজেই। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে সাতটি চার।

২৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮৬। যা ৩৩ ইনিংসের মধ‍্যে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।

৭৮ বলে ৫০ রানে খেলছেন সাদমান। তার সঙ্গী এনামুল হক ৬০ বলে খেলছেন ৩৬ রানে।

29 Apr 2025, 11:44 AM

এনামুলের ক‍্যারিয়ার সেরা

ফেরার ম‍্যাচে ক‍্যারিয়ার সেরা রানের দেখা পেলেন এনামুল হক। আগের ১০ ইনিংসে তিনি এতোটাই ব‍্যর্থ ছিলেন যে, ২৪ ছুঁতেই সেটা হয়ে গেল টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ।

প্রথম ইনিংসে কেবল দুইবার বিশের ঘরে যেতে পারেন এনামুল। ২০১৩ সালে মিরপুর টেস্টে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে করেন ২২। এর ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় করেন ২৩।

চট্টগ্রামে তিনি ক‍্যারিয়ারে প্রথমবার যেতে পারলেন ত্রিশের ঘরে।

২১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৭৬। ৫৪ বলে ৩২ রানে খেলছেন এনামুল। ৭২ বলে সাদমান ইসলামের রান ৪৪।

29 Apr 2025, 11:23 AM

সাদমান-এনামুলের জুটিতে পঞ্চাশ

২০২৪ সালের সেপ্টম্বরে সবশেষ কোনো টেস্টে শুরুর জুটিতে পঞ্চাশ রানের দেখা পেয়েছিল বাংলাদেশ। এরপর ১৩ ইনিংসে কেবল একবার ৩০ ছুঁতে পেরেছিল তারা। উদ্বোধনী ব‍্যাটসম‍্যানদের ব‍্যর্থতায় প্রায় তিন বছর সুযোগ পাওয়া এনামুল হকের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি উপহার দিলেন সাদমান ইসলাম, ৮২ বলে।

১৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৪। ৪৩ বলে ৩২ রানে খেলছেন সাদমান। ৪১ বলে এনামুলের রান ২২। দুজনের ব‍্যাট থেকে এসেছে চারটি করে চার।  

29 Apr 2025, 11:09 AM

বাংলাদেশের আশার প্রথম ঘণ্টা

প্রথম বলে উইকেট দিয়ে দিন শুরু। প্রথম ঘণ্টার বাকি সময়টা কাটিয়ে দিলেন দুই ওপেনার এনামুল হক ও সাদমান ইসলাম। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন‍্য হলো আশা জাগানিয়া।

পানি বিরতির সময় বাংলাদেশের রান বিনা উইকেটে ৩৮। টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এটাই বাংলাদেশের সেরা জুটি। এই সময়ের মধ‍্যে কোনো উদ্বোধনী জুটি ৩১ রানের বেশি করতে পারেনি।

দুই ওপেনারের মধ‍্যে সাবলীল সাদমান। ৩৮ বলে তিন চারে ২৪ রানে খেলছেন তিনি। প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নামা এনামুলের রান ৩৪ বলে দুই চারে ১৪।

29 Apr 2025, 10:51 AM

সপ্তম ওভারে স্পিন

স্পিনের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করলেন না ক্রেইগ আরভাইন। সপ্তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে আক্রমণে নিয়ে এলেন জিম্বাবুয়ে অধিনায়ক। বাঁহাতি স্পিনার সুযোগ তৈরিও করলেন, কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না স্লিপ ফিল্ডার।

রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির করা প্রথম ৬ ওভার দেখেশুনে খেলেন সাদমান ইসলাম ও এনামুল হক।

প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নেমে শুরুতে একটা ধাক্কা খান এনামুল। মুজারাবানির শর্ট বল আঘাত হানে তার হেলমেটে।

প্রথম ওভারেই সুযোগ তৈরি করেন মাসাকাদজা। তার অফ স্টাম্পের বাইরে বলে কাট করতে গিয়ে বিপদ ডেকে আনেন এনামুল। তার ভাগ‍্য ব‍্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপ ফিল্ডারের মাথার উপর দিয়ে।

৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৫।

29 Apr 2025, 10:10 AM

প্রথম বলেই শেষ জিম্বাবুয়ে

দ্বিতীয় দিন জিম্বাবুয়ের ইনিংস স্থায়ী হলো কেবল এক বল। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম।

বাঁহাতি স্পিনারের তীক্ষ্ণ বাঁক নিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন মুজারাবানি। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় কিপার জাকের আলির গ্লাভসে।

আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে মেলে বলে ব‍্যাটের স্পর্শ থাকার প্রমাণ। শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

১৬ বলে ২ রান করেন মুজারাবানি। ৫৯ বলে ১৮ রানে অপরাজিত থেকে যান টাফাডজোয়া সিগা।

৬০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (আগের দিন ২২৭/৯) ৯০.১ ওভারে ২২৭ (সিগা ১৮*, মুজারাবানি ২; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭.১-৬-৬০-৬, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)

29 Apr 2025, 09:44 AM

জিম্বাবুয়েকে দ্রুত থামানোর লক্ষ‍্য

প্রথম দুই সেশনে অনেক বড় সংগ্রহের সম্ভাবনা জাগানো জিম্বাবুয়েকে এর চেয়ে কম রানেই থামানোর পথে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীদের উইকেট বাকি কেবল একটি। দ্বিতীয় দিন সকালে তাদের দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ‍্য নাজমুল হোসেন শান্তদের। 

প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২২৭ রান। ১৮ রানে ব‍্যাট করছেন কিপার-ব‍্যাটসম‍্যান টাফাডজোয়া সিগা। ২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ব্লেসিং মুজারাবানি।

প্রথম দুই সেশনে কেবল দুটি উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের জুটিতে জিম্বাবুয়ে বসে গিয়েছিল চালকের আসনে। ক্র‍্যাম্পের সঙ্গে লড়াইয়ে ওয়েলচ চা-বিরতির পর প্রথম ওভারে মাঠ ছাড়লে পাল্টে যায় খেলার চিত্র।

তৃতীয় সেশনে ৭ উইকেট নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাইজুল ইসলাম। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন নাঈম হাসান। 

উইকেটে প্রথম সেশন থেকেই স্পিনারদের জন‍্য যথেষ্ট সহায়তা দেখা গেছে। জিম্বাবুয়ে দলে অলরাউন্ডারসহ বেশ কয়েকজন স্পিনার আছে। ব‍্যাটিংয়ে তাই বাংলাদেশের জন‍্য চ‍্যালেঞ্জ থাকছেই।

29 Apr 2025, 09:44 AM

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/৯ (বেনেট ২১, কারান ২১, ওয়েলচ ৫৪, উইলিয়ামস ৬৭, আরভাইন ৫, মাধেভেরে ১৫, সিগা ১৮*, মাসাকাজদা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, মুজারাবানি ২*; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭-৬-৬০-৫, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)