স্প্যানিশ ফুটবল
Published : 28 Apr 2025, 05:00 PM
কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে বস্তু ছুড়ে মারায় রেয়াল মাদ্রিদের আন্টোনিও রুডিগারকে একহাত নিয়েছেন জার্মান গ্রেট লোথার মাথেউস। ১৯৯০ বিশকাপ জয়ী অধিনায়কের মতে, তার স্বদেশি এই ডিফেন্ডারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
স্কাই স্পোর্টসের ‘স্কাই ৯০ টক শো’তে রুডিগারের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৬৪ বছর বয়সী মাথেউস।
“সে পাগল হয়ে গিয়েছিল, নিজের নিয়ন্ত্রণে ছিল না। সে একজন জার্মান খেলোয়াড়, তার (সবার জন্য) উদাহরণ হওয়া উচিত। গতকাল (শনিবার) সে সব ভুলে গিয়েছিল।”
“যদি সে চার সপ্তাহের নিষেধাজ্ঞায় পার পেয়ে যায়, তাহলে সে খুশিই থাকতে পারে। আমি দুই অঙ্কের ঘরের নিষেধাজ্ঞার কথা ভাবছি। বড় নিষেধাজ্ঞা আশা করছি।”
সেভিয়ায় গত শনিবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারে রেয়াল।
শেষ মুহূর্তে রেয়ালের কিলিয়ান এমবাপের বিরুদ্ধে একটি ফাউল ধরায় রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ওপর ক্ষুব্ধ হন রুডিগার ও তার সতীর্থরা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে স্প্যানিশ রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বস্তুটি ছিল বরফের টুকরো।
পরদিন নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান ৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বড় শাস্তিই অপেক্ষা করছে রুডিগারের জন্য। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আচরণবিধি অনুযায়ী, ১০১ ধারায় শাস্তি পেলে চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। এই ধারায় রেফারিদের প্রতি ‘হালকা সহিংসতার’ কথা বলা হয়েছে।
সেক্ষেত্রে স্পেনের ঘরোয়া ফুটবলের বাকি মৌসুমে হয়তো তাকে আর পাবে না রেয়াল মাদ্রিদ। লা লিগায় এখনও বাকি পাঁচ রাউন্ড।
আর যদি তার আচরণ আরও গুরুতর বলে বিবেচিত হয় এবং ১০৪ ধারায় শাস্তি দেওয়া হয়, তাহলে তিন থেকে ছয় মাস নিষিদ্ধ হতে পারেন রুডিগার। রেফারিকে ‘শারীরিক আক্রমণের’ কথা বলা হয়েছে এই ধারায়।
স্কাই স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা সাবেক আরেক জার্মান মিডফিল্ডার ডিটমার হামানও ক্ষুব্ধ রুডিগারের আচরণে। তার মতে, এই খেলোয়াড়কে জার্মানি জাতীয় দল থেকেও নিষিদ্ধ করা উচিত।
“ফেডারেশনকে অবিলম্বে রুডিগারকে জাতীয় দল থেকে নিষিদ্ধ করতে হবে।”