Published : 29 Apr 2025, 03:13 PM
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনাটিকে ‘স্পর্শকাতর’ বলে বর্ণনা করেছেন দেশটির অভিনেতা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা।
এই বিষয়টি নিয়ে হিন্দু-মুসলিমদের মধ্য ‘বিদ্বেষ যাতে না বাড়ে’ সে জন্য কথাবার্তায় সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।
গেল ২২ এপ্রিলে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় প্রিয়জন হারিয়েছেন নানা প্রান্তের মানুষ। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নারী-পুরুষকে আলাদা করে বিশেষ করে পুরুষদের নিশানা করেই গুলি চালিয়েছে। হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। ভারতের কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, হত্যাকারীরা হামলার আগে কারো কারো ‘ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিলেন’।
এক অনুষ্ঠানে শত্রুঘ্নের কাছে একজন সাংবাদিক জানতে চান, "হিন্দুদের উপর যা কিছু হচ্ছে, তা নিয়ে আপনার মত কী?’’
তাতে এই অভিনেতা যে জবাব দিয়েছেন, তাতে তিনি বুঝিয়ে দিয়েছেন বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাসী হন।
সাংবাদিকের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে শত্রুঘ্ন বলেন, “এত হিন্দু হিন্দু করার কী আছে এখানে। হিন্দ-মুসলিম, সবাই ভারতীয়।"
তারা কথায়, “হিন্দু-মুসলিমের সম্পর্ক নিয়ে প্রচারণা চলছে। বিষয়টা খুব সংবেদনশীল। খুব সাবধানে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এমন কিছু করা উচিত নয়, যাতে উত্তেজনা বাড়ে। এই মুহূর্তে ক্ষত নিরাময় করা বেশি প্রয়োজন।"
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে’ বলে সতর্ক করেছেন।
জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন বলিউড তারকাদের অনেকে।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট বাতিল করেছেন ভারতের জনপ্রিয় দুই সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।
জঙ্গি হামলার জেরে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল' সিনেমাটির মুক্তি বাতিল হয়েছে ভারতে।