Published : 29 Apr 2025, 08:22 PM
এতদিন সহ-অধিনায়ক ছিলেন ন্যাট সিভার-ব্রান্ট। এবার আরও বড় দায়িত্ব পেলেন তারকা এই অলরাউন্ডার। ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক করা হলো তাকে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।
অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো বিশ্বকাপজয়ী অধিনায়ক হিদার নাইটের স্থলাভিষিক্ত হলেন সিভার-ব্রান্ট। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে আছেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সিরিজের আগে দায়িত্ব গ্রহণ করবেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সিভার-ব্রান্ট তিন সংস্করণ মিলিয়ে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন ২৫৯ ম্যাচ। টেস্টে ৪৬.৪৭ গড়ে ৮৮৩ রান, ওয়ানডেতে ৪৫.৯১ গড়ে ৩ হাজার ৮১১ রান ও টি-টোয়েন্টিতে ২৮.৪৫ গড়ে ২ হাজার ৭৮৯ রান করেছেন তিনি। পেস বোলিংয়ে নিয়েছেন ১৮১ আন্তর্জাতিক উইকেট।
ইংল্যান্ডকে আগেও নেতৃত্ব দিয়েছেন সিভার-ব্রান্ট, হিদার নাইটের অনুপস্থিতিতে। সবশেষবার গত অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সব মিলিয়ে ১২ ম্যাচে ইংলিশদের অধিনায়কত্ব করেছেন তিনি।
২০২২ ও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন সিভার-ব্রান্ট। ২০১৭ ও ২০২২ সালে জেতেন পেশাদার ক্রিকেটারদের সংগঠন- পিসিএ এর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। ২০২৩ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্য ছিলেন তিনি।