Published : 29 Apr 2025, 08:22 PM
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় দুই আসামি পালিয়েছেন।
মঙ্গলবার জেলা আদালত ভবনের নিচ তলার হাজতখানার সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পালানো একজন ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন নামে আরেকজন সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি।
ইকবাল ও আনোয়ারকে মঙ্গলবার কারাগার থেকে আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে নিচতলায় হাজতখানায় রাখা হয় তাদের। দুপুরে অন্য আসামিদের সঙ্গে ফের তাদের কারাগারে নিতে হাজতখানা থেকে বের করা হলে কৌশলে তারা সটকে পড়েন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও গণমাধ্যম) মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত থেকে দুই আসামি পালিয়েছে। তাদের খুঁজতে অভিযান শুরু হয়েছে।
আসামি পলায়নের ঘটনা খতিয়ে দেখার বলেন এ পুলিশ কর্মকর্তা।