Published : 28 Apr 2025, 07:19 PM
চট্টগ্রামের ফটিকছড়িতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ ওঠার পর তিন মাদ্রসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা গোলাম রাব্বী (২২), নুরুল ইসলাম (২৪) ও পেয়ারুল ইসলাম (১৯) ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকার দারুল আজকা ফয়জিয়া মাদ্রাসার শিক্ষক।
ওই শিক্ষার্থীর পরিবারের অভিযৈাগ, আবাসিক মাদ্রাসাটিতে গত শনি থেকে রোববার পর্যন্ত ওই শিশুকে তিন শিক্ষক মিলে ‘যৌন নিপীড়ন’ করেন।
অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে থানায় আনার পর সোমবার তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছেলে শিশুটিকে তিন শিক্ষক কর্তৃক যৌন নিপীড়ন করা করা হয়েছে বলে আমরা অভিয়োগ পাই। তার পরিবার আমাদের জানালে আমরা রোববার রাতে শিক্ষকদেরকে থানায় নিয়ে আসি। শিশুটির মা সোমবার তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।”
তিন মাদ্রাসা শিক্ষককে ওই মামলায় গ্রেপ্তার দেখোনো হয়েছে বলে জানান তিনি।
শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।