চ্যাম্পিয়ন্স লিগ
Published : 29 Apr 2025, 03:27 PM
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কখনও জিততে না পারার ইতিহাস তাড়া করছে আর্সেনালকে। তাই সেমি-ফাইনালের লড়াইয়ের আগে কিছুটা চাপও অনুভব করছে ইংলিশ ক্লাবটি। অকপটে তা স্বীকার করে নিয়ে দলকে স্রেফ মুহূর্তটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।
ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারের প্রথম লেগে মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ১টা।
চ্যাম্পিয়ন্স লিগে এনিয়ে স্রেফ তৃতীয়বারের মতো সেমি-ফাইনালে খেলছে আর্সেনাল। সবশেষ ২০০৮-০৯ মৌসুমে, সেবার শেষ চার থেকে ছিটকে পড়েছিল তারা। ২০০৫-০৬ মৌসুমে এই ধাপ পেরিয়ে শিরোপার অনেক কাছে পৌঁছেও গিয়েছিল গানাররা। কিন্তু ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরে ভাঙে তাদের স্বপ্ন।
দীর্ঘ ১৬ বছর পর আরেকবার সেমি-ফাইনালে ওঠা আর্সেনালের কাঁধে ইতিহাসের ভার। তবে সেই ভারে নুইয়ে পড়ছেন না আর্তেতা। একটি করে ধাপ এগিয়ে শিরোপার মঞ্চে লড়াই করতে চান তিনি।
“এটা (ইতিহাসের চাপ) অনুভব করছি, বিশেষ করে সৌভাগ্যক্রমে আমাদের অনেকে আছে যারা অনেক বছর ধরে এই ক্লাবে কাজ করছে কিন্তু তারা কখনোই এই অবস্থানে ছিল না, এই কারণে। সুতরাং এটাই বলে দেয়, মুহূর্তটা কতটা অনন্য এবং সুন্দর। ইউরোপের যে কোনো ক্লাবের জন্য এটা সবচেয়ে বড় প্রতিযোগিতা।”
“আমরা কখনও এটা (শিরোপা জয়) করতে পারিনি, তাই আমাদের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, আর সেটার শুরু আগামীকাল।”
নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে, সেরাটা উজাড় করে দিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান আর্তেতা।
“এখন এটা বলার মুহূর্ত যে, ঠিক আছে, এটাই আমরা, দল হিসেবে আমরা এমন, এটাই আমি এবং ফাইনালে খেলার জন্য আমি আমার সেরাটা উজাড় করে দেব।”
“এই মানসিকতা নিয়ে খেলতে হবে এবং নিজেকে মেলে ধরতে হবে। সবকিছুর মূলে কি তারা এখন জানে, সীমা কোথায় এবং কতদূর যেতে পারি এবং কতদূর যেতে চাই। ব্যস, এটাই।”
চাপকে দূরে সরিয়ে দলকে বর্তমান নিয়ে থাকার তাগিদ দিলেন আর্সেনাল কোচ। তার মতে, কঠোর পরিশ্রম করে এই অবস্থান অর্জন করে নিয়েছেন তারা। তাই অতিরিক্ত ভাবনাকে ঝেড়ে ফেলে স্রেফ উপভোগের মন্ত্রে এগিয়ে যেতে চান আর্তেতা।
“মুহূর্তটি উপভোগ করো, বর্তমানে থাকো। আমরা এখন এখানে আছি। আমরা খুবই সৌভাগ্যবান। এই অবস্থানে থাকার জন্য আমরা অনেক কিছু করেছি। কাজ দিয়ে, উদ্দীপনা দিয়ে এটা অর্জন করেছি, কারণ আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং দশ মাস ধরে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করছি। তাই আমরা এটা অর্জন করছি।”
“তাই, বর্তমানকে ও মুহূর্তটি উপভোগ করতে হবে। এটা দারুণ একটি সময়। আসুন এই মুহূর্তে থাকি এবং উপভোগ করি।”
ফরাসি ক্লাব পিএসজির মাঠে দুই দলের দ্বিতীয় লেগ আগামী ৭ মে। আর্সেনালের মতো ফরাসি চ্যাম্পিয়নরাও ইউরোপ সেরার মঞ্চে নিজেদের প্রথম শিরোপার সন্ধানে আছে।