Published : 29 Apr 2025, 03:42 PM
এবারের হজযাত্রার প্রথম ফ্লাইটে ৩৯৮ জন বাংলাদেশিকে নিয়ে সৌদি আরব পৌঁছেছে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট।
মঙ্গলবার সকালে জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। এর ঘণ্টা খানেকের মধ্যে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সেখানে পৌঁছায়।
এসময় হজযাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন, কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬টা ১৮ মিনিটে পৌঁছায়। আর ৭টা ১০ মিনিটে পৌঁছায় বিমান বাংলাদেশের ফ্লাইট।
এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাচ্ছেন সরকারি মাধ্যমে, বাকি ৮১ হাজার ৯০০ জন যাচ্ছেন বেসরকারি মাধ্যমে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় ছেড়ে যাওয়া ১০টি ফ্লাইটের মধ্যে আটটি জেদ্দায় কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এবছর হজযাত্রীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সংবলিত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু করা হয়েছে। এছাড়া হজ প্রিপেইড কার্ড এবং মোবাইলে রোমিং সুবিধা দেওয়া হচ্ছে।