Published : 29 Apr 2025, 03:47 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার দুই দিন পর মঙ্গলবার মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত মো. হারুন মোল্লা হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বহিষ্কারের পাশাপাশি তার দলের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।
এর আগে রোববার রাত ২টার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের সাকুচিয়া থেকে ৯০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়; যাদের মধ্যে হারুন মোল্লাও ছিলেন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ ঘটনায় হারুন মোল্লাকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে স্বেচ্ছাসেবক দল। এতে বলা হয়েছে, “অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে হারুন মোল্লাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান ও সদস্যসচিব মো. রকিবুর রহমান রাকিব এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল এ সিদ্ধান্ত কার্যকর করেন।”
এ ছাড়া বিজ্ঞপ্তিতে দলের সব নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ ও সকল প্রকার সাংগঠনিক কাজ থেকে বিরত নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার রাতে ইয়াবাসহ গ্রেপ্তার হারুন মোল্লা ছাড়া অন্যরা হলেন- উপজেলার কুন্দুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহবুব আলম শুভ (৩৫), চালা ইউনিয়নের বলর্দী গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. রাজিব (২৮), চালা গ্রামের সাদেক খন্দকারের ছেলে খন্দকার রফিকুল ইসলাম দরবেশ ওরফে রফিক দরবেশ (৫৬)।
সোমবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান।