Published : 28 Apr 2025, 04:53 PM
ফ্যাশন ও স্ট্যাইলের দুনিয়ায় নানান ধারা আসে. আবার চলেও যায়। তবে কিছু কিছু পন্থা সবসময়ই কার্যকর থেকে যায়।
জনপ্রিয় তারকা, ত্বক বিশেষজ্ঞ, হেয়ার স্টাইলিস্ট, মেইকআপ আর্টিস্ট, ফ্যাশন স্টাইলিস্টদের থেকে পাওয়া সেরা সৌন্দর্য ও স্টাইল পরামর্শগুলো সময় অমূল্য। রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হল বিস্তারিত।
মাশকারা লাগানোর পর পাপড়ি আলাদা করা
চোখের সৌন্দর্য বাড়াতে মাশকারা ব্যবহার হয়। তবে মাশকারা ব্যবহারের পর অনেক সময়ে চোখের পাপড়ি এক জায়গায় চলে আসে।
মার্কিন অভিনেত্রী ব্রুক শিল্ডসের মতে, “একটি ছোট 'পিক ফ্লসার' (দাঁত পরিষ্কারের যন্ত্র) দিয়ে আলতো করে আইল্যাশ আলাদা করতে হবে। তবে সতর্ক থাকতে হবে যেন চোখের ক্ষতি না হয়।”
মেইকআপ ওয়াইপস সজীব রাখতে উল্টো করে রাখা
‘মেইকআপ রিমুভার ওয়াইপস’ দ্রুত শুকিয়ে যায়।
টেক্সাসের বিউটি বিশেষজ্ঞ রেবেকা ম্যাককেঞ্জি পরামর্শ দেন, ওয়াইপসের প্যাকেট উল্টে রেখে দিলে তরল সব ওয়াইপে সমানভাবে ছড়িয়ে থাকে।
ট্রেন্ডি পোশাকে বিনিয়োগ নয়
কানাডা ভিত্তিক ফ্যাশন স্টাইলিস্ট র্যাচেল জো পরামর্শ দেন, “ভালো মানের একটি জিন্স বা ব্লেজার কেনায় বেশি খরচ করা উচিত আর ট্রেন্ডি জিনিস (যেমন প্রিন্টেড ব্লাউজ, বেল্ট) সস্তায় কিনতে হবে।”
পোশাক ইস্ত্রি করতে হবে উল্টে
যুক্তরাষ্ট্রের টেক্সটাইল বিশেষজ্ঞ ক্রিস অলসব্রুকস বলেন, “কাপড়ের রং ও মসৃণতা ধরে রাখতে ভেতর থেকে ইস্ত্রি করা উচিত এবং উপযোগী হিট সেটিং ব্যবহার করতে হবে।”
তেলযুক্ত চুলে শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার
লস অ্যাঞ্জেলস’য়ের কেশ সজ্জাকর অ্যান্ড্রু ফিটজসিমন্স বলেন, “কন্ডিশনিং করলে চুল মোটা বা ভারী না হয়ে কোমল থাকে এবং চুল ভাঙার ঝুঁকি কমে।”
সুগন্ধির স্থায়িত্ব বাড়াতে ভ্যাসলিন
শুষ্ক ত্বকে সুগন্ধি কম টিকে। ‘ভ্যাসলিন’ বা ‘অ্যাকুয়াফর’-এর মতো সুগন্ধিহীন ক্রিম লাগিয়ে সুগন্ধি স্প্রে করলে তা দীর্ঘস্থায়ী হয়।
মেইকআপ প্যালেটে তুলার বল
ভ্রমণের সময় আইশ্যাডো, ব্লাশ বা পাউডার সুরক্ষিত রাখতে প্যালেটে এক টুকরো কটন প্যাড রাখতে হবে। এতে পণ্য ভাঙার সম্ভাবনা থাকবে না।
সঠিক স্নিকার্স নির্বাচন
অস্ট্রেলিয়ার 'লা ট্রোব ইউনিভার্সিটি'র ‘পডিয়াট্রি’ বিভাগের অধ্যাপক হিলটন বি. মেনজ বলেন, “সাধারণভাবে বলা হয়- পায়ের মাপের চাইতে জুতার মাপ ১০ থেকে ২০ মিলিমিটার লম্বা হবে।”
এতে জুতা পরাটা আরামদায়ক হবে।
স্কচ টেপ দিয়ে নিখুঁত আইলাইনার
মার্কিন মেইকআপ আর্টিস্ট জেমি গ্রিনবার্গের মতে, “আইলাইনার উইং বা টানা সঠিক করতে চোখের নিচ থেকে কোণে একটু স্কচ টেপ লাগিয়ে ফেলতে হবে। পরে টেপ খুলে নিলেই উইং হবে একেবারে মনের মতো।”
ওয়াশিং মেশিনে স্পঞ্জ পরিষ্কার
মেইকআপ স্পঞ্জ হাতে পরিষ্কার করার ঝামেলা এড়াতে নেটের ব্যাগে ভরে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলা যায়। পরে বাতাসে শুকাতে দিন।
টিয়ারড্রপ মেইকআপ স্পঞ্জ দিয়ে ফ্রেঞ্চ ম্যানিকিউর
টিয়ারড্রপ-আকৃতির মেইকআপ স্পঞ্জে সাদা নেইল পলিশ লাগিয়ে নখের টিপে আলতো করে চাপ দিয়ে ধরতে হবে। এতে করে সঠিকভাবে ফ্রেঞ্চ ম্যানিকিউর হয়ে যাবে।
প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার
হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার বলেন, “সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া মানে স্বাস্থ্য ঝুঁকি নেওয়া। শুধু বলিরেখা রোধ নয়, স্কিন ক্যান্সারও ঠেকাতে এটা অপরিহার্য।”
খাওয়ার পরই দাঁত ব্রাশ না করা
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘পার্ক লেক্স ৬০ ডেন্টাল’র প্রতিষ্ঠাতা ডা. স্টেফানি ডুমানিয়ান বলেন, “খাবার খাওয়ার ২০ থেকে ৩০ মিনিট পর দাঁত ব্রাশ করা উচিত। তা না হলে অ্যাসিড দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত করে।”
কনসিলার লাগান মৃদু হাতে
যুক্তরাষ্ট্রভিত্তিক মেইকআপ আর্টিস্ট জেমি গ্রিনবার্গের মতে, “কম কনসিলার ব্যবহার করতে হবে। কালচে দাগে একটু হলদে বা পিচ রংয়ের কারেক্টর ব্যবহার করে পরে হালকা কনসিলার দিয়ে ব্লেন্ড করতে হবে।”
গহনা পরিষ্কার ডিশ সোডা দিয়ে
সলিড গোল্ড, হোয়াইট গোল্ড বা প্ল্যাটিনাম গহনা উজ্জ্বল রাখতে হালকা গরম পানিতে ডিশ ওয়াশিং তরল মিশিয়ে পরিষ্কার করা যায়। ছোট টুথব্রাশ দিয়ে আলতো করে ময়লা তুলে নিলেই নতুন করে আসবে উজ্জ্বলতা।
গরম না, উষ্ণ পানিতে গোসল
নিউ ইয়র্ক ভিত্তিক ত্বক বিশেষজ্ঞ ডা. শেরি মার্চবিন বলেন, “বেশি গরম পানিতে গোসল করলে ত্বকের ‘ব্যারিয়ার’ বা সুরক্ষার স্তর ভেঙে পড়ে। তাই মৃদু উষ্ণ পানি ব্যবহার করতে হবে।”
সানস্ক্রিনের নিচে অ্যান্টিঅক্সিডেন্ট
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মাউন্ট সিনাই হাসপাতা ‘-এর ডা. জোশুয়া জেইখনার বলেন, “অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের পরিবেশগত ক্ষতি প্রতিরোধে সহায়তা করে। তাই সানস্ক্রিনের আগে ব্যবহার করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট।”
ক্যাস্টর অয়েলে ভ্রু ও পাপড়ি ঘন
ত্বক বিশেষজ্ঞ ডা. জেইখনার বলেন, “কাস্টর অয়েল লাগিয়ে প্রতি রাতে ঘুমালে ভ্রু ও চোখের পাতায় নতুন পাপড়ি তৈরি হবে। এটি প্রাকৃতিকভাবে ঘনত্ব বাড়ায়।”
সাবধানে ভ্রু প্লাক
মার্কিন রূপবিশেষজ্ঞ রামি গাফনি বলেন, “ভ্রু ব্রাশ দিয়ে উঁচু করে আঁচড়াতে, তারপর আর্চ বা বাঁকা অংশের বাইরের অতিরিক্ত লোম তুলতে হবে। মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে ফিনিশিং দেখে নিতে হবে।”
ঠোঁটে লিপস্টিক লাগার সমস্যা দূর
লিপস্টিক লাগানোর পর পরিষ্কার আঙুল ঠোঁটের ভিতরের অংশের বাড়তি লিপস্টিক মুছে ফেলুন। এতে ঠোঁটের ভেতরের অতিরিক্ত রং উঠে যাবে এবং দাঁতে লাগবে না।
আরও পড়ুন