Published : 29 Apr 2025, 12:21 PM
প্রকাশ্যে এসেছে ব্যান্ড 'বে অব বেঙ্গলের' দ্বিতীয় অ্যালবামের পঞ্চম গান ‘পুতুল’।
দলটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল 'বে অব বেঙ্গলে' গানটি প্রচার করেছে।
'থেমে গেছে স্বপ্ন, জীবনের গান, ডুবে গেছে সূর্যের আহবান' গানের কথাগুলো লিখেছেন ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকালিস্ট বখতিয়ার হোসেন। পাশাপাশি সংগীত প্রযোজনাও করেছেন তিনি।
গানের আয়োজন করেছেন ব্যান্ডের গিটারিস্ট রাকিবুল নিপু, বেইজ গিটারিস্ট এহতেশাম আবিদ, কি-বোর্ডিস্ট জমিলুর রহমান জিমি ও ড্রামার আবিদ পাশা। গানের কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সারওয়া, ঈদ ও আলেনা।
গানটি নিয়ে এহতেশাম আবিদ গ্লিটজকে বলেন, "আমাদের 'দ্বিতীয়' অ্যালবামের নয়টি গান রয়েছে। 'পুতুল' নিয়ে পাঁচ নম্বর গানটি প্রকাশ করেছি। প্রতি মাসেই আমরা একটি করে গান প্রচার করছি। বাকি গানগুলোও প্রস্তুত, প্রতি মাসে প্রকাশ করা হবে।"
'পুতুল' গান থেকে দর্শক সাড়া পাচ্ছেন জানিয়ে আবিদ বলেন, " ভালো, আমরা একটু ভিন্ন ট্র্যাকে গান করি, আমাদের নির্দিষ্ট একটা শ্রোতা শ্রেণিও আছে যারা এই ধরনের গান পছন্দ করেন। আমাদের চতুর্থ গান ‘গন্ধ খুঁজে পাই' বেশ সাড়া ফেলেছিল। আশা করছি এই গানটিও শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী অনুরণন সৃষ্টি করতে পারবে।"
এর আগে ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম 'নীরব দুর্ভিক্ষ' প্রকাশ করেছিল। অ্যালবামের দর্শকপ্রিয় গানগুলো হল 'যে শহরে আমি নেই', 'ওপারে', 'নীরব দুর্ভিক্ষ', 'আকাশে'।
এছাড়াও তাদের একক গান 'জোসনা স্নান', 'ভেবে নিয়ো', 'আছি', 'বিদ্রোহ', 'ধরিত্রীর মহানায়ক' ছিল দর্শকের পছন্দের তালিকায়।