নাক থেকে কানে

কানের বিভিন্ন রোগের জন্য দায়ী নাকের ভাইরাস, তবে সেগুলো নাকের কোনও ক্ষতি করে না।

মামুনুর রশীদ শিশিরআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2014, 12:40 PM
Updated : 8 Sept 2014, 12:40 PM

নতুন এক গবেষণায় জানা গেছে, তিন বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৮৫ শতাংশই নাকের ফ্লু ভাইরাসের আক্রমণে বিভিন্ন কানের সমস্যায় আক্রান্ত হয়। এই ভাইরাস প্রথমে নাকের টিস্যুতে সংক্রমণ ঘটায়, পরে নাক ও কানের মধ্যকার সংযোগনালীর মাধ্যমে এই সংক্রমণ পৌঁছে যায় কানে।

গবেষণাটি করা হয় আমেরিকার ওয়েস্ট ফরেস্ট ব্যাপটিস্ট মেডিক্যাল সেন্টারের অধ্যাপক ডাব্লিউ. এডওয়ার্ড সোর্ডস-এর অধীনে।

সোর্ডস বলেন, “প্রত্যেকের নাকেই থাকে বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া, তবে সেগুলো শরীরে কোনও রোগের সংক্রমণ ঘটায় না। তবে এই ব্যাকটেরিয়াগুলো কানে প্রবেশ করলেই রোগ সংক্রমণ ঘটে।”

গবেষকরা জানান, প্রধানত শিশুর কানের রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াম বা স্ট্রেপটোককাস নিউমোনিয়া। শিশুর নাকে এই ব্যাকটেরিয়ামগুলো দুটি পর্যায়ে থাকে, ইনভেইসিভ ও বিনাইন। তবে কানের রোগের জন্য ইনভেইসিভ পর্যায়ের ব্যাকটেরিয়ামই বেশি দায়ী।

তবে ফ্লু ভাইরাসের আক্রমণ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে ইনভেইসিভ ও বিনাইন উভয় পর্যায়ের ব্যাকটেরিয়াই কান সংক্রমিত করে।

এই গবেষণার ফলাফল ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি জার্নালে প্রকাশিত হয়।