এই খাবার তৈরিতে রান্না বা বেইক করার কোনো ঝামেলা নেই।
Published : 18 Mar 2024, 10:27 AM
শুধু স্বাদের জন্যই নয়, পেটও ভরাবে এই মিষ্টান্ন।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
চিড়া ১ কাপ। দই ১ কাপ। তরল ঘন দুধ ১ কাপ। তরল গুড় ২ টেবিল-চামচ। ফল- কলা, আম, আঙুর, খেজুর।
পদ্ধতি
২টি গ্লাসে প্রথমে এক স্তর চিড়া, এর ওপর এক স্তর দই, আবার এক স্তর চিড়া দিন।
এবার ঘন দুধ ও তরল গুড় ঢেলে ওপরে ফল দিন।
এভাবে একটার পর একটা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজাদার ও স্বাস্থ্যকর চিড়ার ডেজাৰ্ড।
আরও রেসিপি