সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, দুবাইয়ের নিজের বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন রহমান।
Published : 10 Dec 2023, 11:35 AM
কবি নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহকপাট’ এর সুর বিকৃত করা নিয়ে বিতর্ক-সমালোচনায় এক হয়েছে ঢাকা-কলকাতা, খোদ নজরুল পরিবারের বিভক্তি প্রকাশ্যে এসেছে, ক্ষমা চেয়েছেন গানটি ব্যবহার করা সিনেমা 'পিপ্পা'র নির্মাতা-প্রযোজকরা, কিন্তু নিশ্চুপ থেকেছেন এ আর রহমান।
যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক হিন্দি সিনেমা ‘পিপ্পা’র জন্য নজরুলের ওই গানটির নতুন কম্পোজিশন করেছিলেন।
এতদিন রহমানের কোনো বক্তব্য বা নতুন কাজের খবর কিছুই সামনে আসেনি। এখন জানা গেল অস্কারজয়ী এই সুরকার ব্যস্ত আছেন কীর্তন শোনায়।
সংবাদ প্রতিদিন লিখেছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, দুবাইয়ের নিজের বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন রহমান।
সেখানে একাধিক বিদেশি শিল্পীকে দেখা গেছে। কেউ হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন, কেউ বাজাচ্ছেন বাঁশি, কেউ আবার তালমিলিয়ে গানে সঙ্গত দিচ্ছে। আর এই দৃশ্য রহমান নিজের মোবাইলে রেকর্ড করছিলেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পরে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে অনুপ্রেরণা যোগানো শতবর্ষীগান ‘কারার ঐ লৌহকপাট’ নিয়ে এ বিতর্কের সূচনা সোশাল মিডিয়ায় পিপ্পার গানটি প্রকাশের পর থেকে।
কিন্তু শ্রোতাদের অনেকের অভিযোগ, এ আর রহমানের হাতে পড়ে গানটি থেকে বিদ্রোহই হারিয়ে গেছে। সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মহলের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন, সমালোচনায় সরব হয়েছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। কবি পরিবারের সদস্যরাও বিষয়টি ভালোভাবে নিতে পারেননি।
কাজী নজরুলের নাতি-নাতনিরা সুরকারের এই উদ্যোগকে ‘গর্হিত অপরাধ’ বলে বর্ণনা করেছেন। গানটি বিকৃত করার অভিযোগ এনেছেন তারা; গানের ‘ক্রেডিট লাইন’ থেকে কাজী পরিবারের নাম মুছে ফেলারও দাবি জানিয়েছেন।
তবে বিবৃতিতে ‘পিপ্পা’ সিনেমার প্রযোজনা সংস্থা রায় কাপুর ফিল্মস দাবি করেছে, তারা কবির পুত্রবধূ প্রয়াত কল্যাণী কাজী ও তার পুত্র কাজী অনির্বাণের কাছ থেকে গানের স্বত্ব নেওয়ার ক্ষেত্রে যাবতীয় নিয়ম মেনেছেন। লিখিত চুক্তি করে এবং চুক্তি মেনে তারা গানটি ব্যবহার করেছেন।
এছাড়া এ আর রহমানের সংগীতায়োজনে গানটি যদি কারো 'ভাবাবেগে আঘাত দিয়ে থাকে অথবা অনিচ্ছাকৃত পীড়া দিয়ে থাকে', সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে সিনেমা টিম।
‘লৌহকপাট’ বিতর্কে নজরুল পরিবারেই বিভক্তি
নজরুলের গান বিতর্কে পিপ্পা নির্মাতাদের ‘ক্ষমা’ প্রার্থনা
এ আর রহমান ‘গর্হিত অপরাধ’ করেছেন: খিলখিল কাজী
‘লৌহকপাট’: এবার চুক্তিপত্র নিয়ে প্রশ্ন কবির পৌত্রীর
‘কারার ঐ লৌহকপাট’: এ রহমানের সমালোচনায় হৈমন্তী, অজয় ও অনির্বাণ