‘টেক্কা’ মুক্তি পাবে আগামী ৮ অক্টোবর।
Published : 07 Oct 2024, 10:21 AM
দুর্গাপূজার সিনেমা ‘টেক্কা’র অভিনব প্রচারে নেমেছেন নায়ক কলকাতার অ্যাকশন হিরো দীপক অধিকারী দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি।
কি করেছেন তারা?
সংবাদ প্রতিদিন লিখেছে, বারুইপুরের এক সিনেমা হলের টিকেট কাউন্টারে দাঁড়িয়ে ‘টেক্কা’র আগাম টিকেট বিক্রি করেছেন সিনেমাটির এই অভিনেতা-নির্মাতা।
টিকেট বিক্রির ঘোষণা ছিল আগেই। তাই বিক্রি শুরুর আগেই হলের সামনে দেখা গেছে লম্বা লাইন। যথাসময়ে কাউন্টারে হাজির হয়ে টিকেট দিতেও শুরু করেন দুজনে।
পাশাপাশি সেলফি আর অটোগ্রাফের আবদারও আসতে থাকে সৃজিতদের কাছে। সে সময় সৃজিত বলেন, “আগে টিকিট, পরে অটোগ্রাফ-সেলফি।”
টিকেট বিক্রির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব।
ক্যাপশনে লিখেছেন, “মাঠে নেমে কাজ হয়ত এটাকেই বলে। যখন জাতীয় পুরস্কারজয়ী পরিচালকেরও চেষ্টা থাকে যেন প্রযোজকের জয় হয়। তাহলে তো আর হারার কথাই নয়।”
বারুইপুরের মত কলকাতার গ্লোব সিনেমা হলেও রোববার টিকেট বিক্রি করেছেন তারা। ১৯২২ সালে প্রতিষ্ঠার পর গ্লোবে ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘ঘরে বাইরে’র মত বাংলা সিনেমার পাশাপাশি হলিউডের বহু ব্লকবাস্টার সিনেমা সেখানে দেখান হয়। দুদশক আগে যদিও বন্ধ হয়ে যায় এই প্রেক্ষাগৃহটি।
তবে এবার ‘টেক্কা’ সিনেমা দেখিয়ে ফের খুলছে গ্লোবের দরজা।
‘টেক্কা’ মুক্তি পাবে আগামী ৮ অক্টোবর।
আরও পড়ুন