আগামী বছরের দুর্গাপূজায় থ্রিলার সিনেমা ‘টেক্কা’ মুক্তির পরিকল্পনা নিয়ে সৃজিত কাজ করছেন।
Published : 26 Dec 2023, 12:28 PM
কলকাতার নায়ক দীপক অধিকারী দেবকে নিয়ে সৃজিত মুখার্জি যে সিনেমাটি বানাচ্ছেন, তার পোস্টার প্রকাশ্যে এসেছে।
‘টেক্কা’ নামের সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে দেবের জন্মদিন সোমবার। সোশাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছেন, “দেবের জন্য আমার উপহার।“
এই সিনেমায় দেবের নায়িকা হয়েছেন রুক্মিণী মৈত্র, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
সংবাদ প্রতিদিন লিখেছে, আগামী বছরের দুর্গাপূজায় থ্রিলার সিনেমা ‘টেক্কা’ মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতারা।
কয়েক মাস আগে সৃজিতকে পাশে নিয়ে তার প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, “অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০২৪ সালে।“
এর আগে সৃজিতের 'জুলফিকার' সিনেমায় অভিনয় করেছিলেন দেব। সাত বছর আগে মুক্তি পাওয়া ওই সিনেমায় দেবের অভিনয় প্রশংসিত হয়।
এই সময়ের মধ্যে অনেকবার সৃজিতের সিনেমায় দেবের কাজের খবর শোনা গেলেও শেষমেশ সেসব সত্যিই হয়নি।
চলতি বছরে দুর্গাপূজার আগে ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে দেব-সৃজিতের ‘ভুল বোঝাবুঝি’ দারুণ হইচই তুলেছিল।
খবর ছড়িয়েছিল, বড় পর্দায় ‘ব্যোমকেশ’ বানাবেন সৃজিত। দেব হবেন 'ব্যোমকেশ'। এ খবর ছড়াতেই ঘটে বিপত্তি।
সোশ্যাল মিডিয়ায় সৃজিত ঘোষণা দেন এ ধরনের কোনো পরিকল্পনা তার নেই।
সৃজিতের ওই পোস্টের পর টুইটে দেব বলেন, তিনি হচ্ছেন 'ব্যোমকেশ'। তার সিনেমার নাম ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। যদিও প্রথমে নির্মাতার নাম ঘোষণা করেননি এই নায়ক।
অভিনেতা ও নির্মাতার পরপর দুই পোস্টে দর্শকরা ভেবে বসেন 'ব্যোমকেশ' নিয়ে ‘লুকোচুরি’ করছেন দুইজন।
পরে অবশ্য দেবের আরেকটি টুইটে জানা যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র 'ব্যোমকেশ' রূপে তাকে পর্দায় আনছেন নির্মাতা বিরসা দাশগুপ্ত।
আর সৃজিত বলেন একই প্রেক্ষাপটে ওটিটির জন্য সিরিজ তৈরি করছেন সৃজিত মুখার্জি।
গেল পূজায় দেব এবং সৃজিতের দুই ব্যোমকেশই প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে মুক্তি পায়। তবে দর্শক জনপ্রিয়তা এবং চিত্র সমালোচকদের বিচারে এগিয়ে থাকে সৃজিতের ব্যোমকেশ সিরিজ।