ইউক্রেনীয় গান গেয়ে বিপাকে মিস ক্রিমিয়া

৪০ হাজার রুবল জরিমানা গুণতে হয়েছে তাকে; বলতে হয়েছে, অর্থ না বুঝেই তিনি গানটি গেয়েছিলেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 01:22 PM
Updated : 5 Oct 2022, 01:22 PM

বন্ধুকে নিয়ে গেয়েছিলেন ইউক্রেনীয় একটি গান, তা আবার দিয়েছিলেন সোশাল মিডিয়ায়, সেটাই বিপদ ডেকে আনল মিস ক্রিমিয়া ওলগা ভ্যালেইভার জন্য।

বিবিসি জানিয়েছে, ওই গানের জন্য ওলগাকে জরিমানা করেছে ক্রিমিয়ার রুশ কর্তৃপক্ষ।

২০১২ সালে ইউক্রেইন থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া, দ্বীপটি এখন মস্কোর নিয়ন্ত্রণে।

এবছরের শুরুতে ইউক্রেইনের মূল ভূখণ্ডে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর সেখানে যুদ্ধ চলছে। ইউক্রেইনের আরও এলাকা রাশিয়া ইতোমধ্যে নিজের অংশ করার ঘোষণা দিয়েছে।

এরমধ্যেই ইউক্রেনিয়ান গান গেয়ে বিপাকে পড়লেন এই বছর মিস ক্রিমিয়া মুকুটজয়ী ওলগা।

ইনস্টাগ্রামে তোলা ভিডিওতে দেখা যায়, একটি ঘরের বারান্দায় বসে বন্ধুকে নিয়ে গানটি গাইছেন ওলগা।

তিনি ’রেড ভিবার্নাম’ গানটি গেয়েছিলেন, যার সঙ্গে ইউক্রেইনের দেশাত্মবোধ জড়িয়ে আছে। ইউক্রেনীয়দের স্বাধীনতার আকাঙ্ক্ষার অনুভূতির প্রকাশ ঘটানো এই গান সোভিয়েত ইউনিয়ন যুগে ইউক্রেইনে নিষিদ্ধ ছিল।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ’রেড ভিবার্নাম’ গানটি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের সদস্যরা নতুন করে রেকর্ড করেন।

এই গানের মধ্য দিয়ে রুশ সামরিক বাহিনীকে অসম্মান করা হয়েছে অভিযোগ তুলে ওলগাকে

৪০ হাজার রুবল জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তার বন্ধুটিকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে ওলগাকে উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি গভীর অর্থ না বুঝেই ইউক্রেনীয় গানটি গেয়েছিলেন। গানটির উৎস সর্ম্পকেও তার ধারণা ছিল না।

সম্প্রতি ভ্যালেইভা এবং তার বন্ধুর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার একটি ভিডিও পোস্ট করেছে ক্রিমিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।