হাসপাতালে ভর্তির চার দিন পর করোনা নেগেটিভ হওয়ায় বাসায় ফিলেছেন তিনি।
Published : 27 Jul 2024, 07:16 PM
সম্প্রতি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার স্বর্ণযুগের নায়িকা ফরিদা আক্তার ববিতা।
হাসপাতালে ভর্তির চার দিন পর করোনা নেগেটিভ হওয়ায় বাসায় ফিরেছেন তিনি।
কোভিড আক্রান্ত এবং সুস্থ হওয়ার খবর শনিবার গ্লিটজকে ববিতা নিজেই জানিয়েছেন।
ববিতা বলেন, “এখন তো বাসায় আছি, ভালো আছি। তবে শরীর একটু দুর্বল। এছাড়া আর কোনো সমস্যা নেই।”
ঢাকাই সিনেমার এই নায়িকা জানিয়েছেন, কিছুদিন আগে জ্বর এসেছিল তার।
“পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে। তারপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলাম।”
কিছুদিনের মধ্যেই কানাডায় একমাত্র ছেলে অনিকের কাছে চলে যাবেন বলেও জানান ববিতা।
স্বামী ইফতেখার আলমের মৃত্যুর পর ছেলেকে নিয়েই ববিতার সংসার। কানাডায় লেখাপড়া শেষ করে সেখানেই চাকরি নিয়ে থিতু হয়েছেন অনিক। বছরের বেশিরভাগ সময় ছেলের সঙ্গে ববিতা কানাডাতেই থাকেন।
১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে ববিতার। সেখানে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।
চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়।
ববিতা পঞ্চাশ বছরেরও বেশি সময় কাটিয়েছেন অভিনয়ে। ৭০-৮০ দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও পরিচিতি পান তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চারবার, পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুইবার ও প্রযোজক হিসেবে একবার পুরস্কার পেয়েছেন ববিতা। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মানায় ভূষিত করা হয়।
দীর্ঘ ক্যারিয়ারে ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘রামের সুমতি’, ‘এক মুঠোভাত’, ‘অনন্ত প্রেম’, ‘লাঠিয়াল’, ‘লাইলী মজনু’, ‘দূরদেশ’, ‘ফুলশয্যা’, ‘বেহুলা লক্ষিন্দর’ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা।
আমি গর্বিত, তার গানে 'লিপ সিং' করেছি: ববিতা
কানাডায় ছেলের সঙ্গে জন্মদিন কাটছে ববিতার