আমি গর্বিত, তার গানে ‘লিপ সিং’ করেছি: ববিতা
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022 06:18 PM BdST Updated: 06 Feb 2022 06:18 PM BdST
আশির দশকে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘দূর দেশ’ সিনেমায় ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া দুই গানে ‘লিপ সিং’ করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ববিতা; তার মধ্যে ‘দুশমনি না করো অ্যায়ে সনম’ গানটি বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়ায় বেঁধে রেখে রোববার সকালে চিরবিদায় নেন লতা মঙ্গেশকর।
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেন, “উনার মতো শিল্পী আর পৃথিবীতে আসবে না। খবরটা শুনে আমার খুব খারাপ লাগছে। তার গানে ‘লিপ সিং’ করে গর্ববোধ করি। সকাল থেকে ওই গানটিই বারবার শুনছি।”
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন ভারতের ভারতের অমৃশ সাঙ্গাল ও বাংলাদেশের এহতেশাম। সিনেমাটি পরে বাংলায় ডাব করে বাংলাদেশে মুক্তি দিয়েছিল মধুমিতা টকিজ।
সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে কানাডায়; সেখানেও সিনেমাটি মুক্তি পেয়েছিল।

বাংলায় ডাবিংয়ের সময় উষা খান্নার সংগীতায়োজনে লতার গাওয়া ‘দুশমনি না করো অ্যায়ে সামান’ গানের বাংলা সংস্করণ ‘দুশমনি করো না প্রিয়তম’ গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন; সে গানটিও বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বাংলা গানের সংগীতায়োজন করেছিলেন গোলাম হোসেন।
সিনেমার দৃশ্যধারণ কানাডায় হওয়ায় সেবার লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাৎ হয়নি ববিতার; তার সঙ্গে দেখা হয়েছিল আরও পরে, লন্ডনে।
সেই দিনের স্মৃতি তুলে ধরে ববিতা বললেন, “আমার সঙ্গে চম্পা ছিল, বাচ্চারা ছিল। দেখা হতেই গিয়ে পরিচয় দিলাম। অটোগ্রাফ নিলাম। কুশল বিনিময় শেষে উনি হাসলেন।”
তার পর আর লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা হয়নি ববিতার।
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
-
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র নতুন সিনেমায় নেই জনি ডেপ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ